খুলনা অঞ্চলের উপ-মহাব্যাবস্থাপক মো. আলমগীর কবির বুধবার সন্ধ্যায় নির্বাহী প্রকৌশলী কাজী মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্তের এ আদেশ দেন।
ওয়েস্টজোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানি-ওজাপাডিকো পিরোজপুর জেলার সহকারী প্রকৌশলী মাইনুদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে এক ফ্যাক্স বার্তায় এ আদেশ আসে।
ওজোপাডিকোর আইন অনুযায়ী কর্তব্যে অবহেলা, অদক্ষতা ও অসাদাচরনের দায়ে মনিরুজ্জামানের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয় বলেও উল্লেখ করেন তিনি।
মনিরুজ্জামানের বিরুদ্ধে অভিযোগগুলো হল, ত্রুটিপুর্ণ বিদ্যুৎ লাইনের দ্রুত সঞ্চালনের ব্যবস্থা না নেয়া, প্রশাসনকে সঠিক সময় অচলাবস্থা অবহিত না করা এবং কাজে অবহেলা ও গড়িমসি।
বরখাস্ত হওয়া মনিরুজ্জামানের পদে সাময়িকভাবে দায়িত্ব দেয়া হয়েছে প্রকৌশলী মাইনুদ্দিনকে।
দীর্ঘ দিন ধরে চলমান বিদ্যুৎ বিভ্রাট এবং ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাবে উপজেলাগুলোতে বিদ্যুতের অভাবে পিরোজপুর জেলায় সরকারী কাজের পাশাপাশি বিভিন্ন ক্ষুদ্র শিল্পকারখানায় উৎপাদনসহ যাবতীয় কার্যক্রম স্থবির হয়ে পড়েছে বলে অভিযোগ রয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।