ছাগু তোষণ নীতি নির্ভর মডারেশন প্রক্রিয়াকে ধিক্কার জানাই. ব্লগের এক কোনায় জেনোসাইড বাংলাদেশের লোগো ঝুলিয়ে ছাগু তোষণ নীতির নামে ভন্ডামি বন্ধ করুন... নইলে এই মডারেশন নীতি নিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে থাকার নাটক বন্ধ করুন.. ব্লগ পর্যবেক্ষনে, আপাতত শুধু কমেন্টাই..
এই পোষ্টের হেডিং দেইখা ভুল বুইঝেন না। শতভাগ হতবাকের পুষ্টখান পইড়া আমরা বেবাকতে হতবাক হইয়া গেছি। কাইলকা রাইতে মোবাইল দিয়া পু্ষ্টখান পইড়া রাগে গা-গতর জ্বলতাছে। রাইতে তো মাশাল্লা কারেন্টের দেখা নাই তাই দিনে আইসা পোষ্টাইলাম। পুষ্টখানের লিংক দিয়া দিলাম।
ব্রেকিং নিউজ! আমি হুকুমের গোলাম!
আপনাগো যদি কারো ক্ষতি করণের ইচ্ছা হয় তয় সোজা পিরোজপুর চইলা যান। ঐখানে আছে আমগো দেলু হুযুর। মাইনসে অবশ্য এই নামে চিনবো না, কইতে হবে দেলু রাজাকারের বাড়ি কুনটা। এইডা অবশ্য ব্যাপার না, গুনী জনের নামে দুষ্টু লোকে কত কিছু ছড়ায় তয় হুজুরের বদ দোয়ার সাফল্য গ্যারান্টি ১০০ পার্সেন্ট। বিশ্বাস না হইলে পিরোজপুরের ডিসি সাবের কাছে যান, উনি প্রত্যক্ষদর্শী।
হুজুরের এক ফুঁ তে উইড়া খালে গিয়া পড়ছে আমগো আর্মির হেলিকপ্টার, রফিক সাবের দফারফা। হুযুরের লগে বেয়াদবী, এত্ত বড় সাহস???
আহারে আমগো শিক্ষিত সমাজ ব্লগে দেহি এই ঘটনা শুইনা অনেক ব্লগার কান্নাকাটি লাগাইছে। মা আর হুযুরের মনে কষ্ট দেওন মিলায়া ফালাইছে। কইতাছে হইলেও হইতে পারে, হাযার হোক হুযুরের মনে কষ্ট বইলা কতা। ভাবছিলাম এরা ব্লগে ঢুকছে যখন তহন লেখাপড়া তো কইরা আইছে।
অহন দেহি বেবাক শিক্ষিত বেকুবে দেশ ভইরা গেছে।
তাও ভালো আমগো তথাকথিত ভন্ড পীর ফকিরগো উন্নতি হইছে। এতদিন তো নি:সন্তান মাইয়াগো আস্তানায় নিয়া প্রেগনেন্ট বানানো ছাড়া এগো আর কুনো গুন দেখন যায় নাই। যাক অবশেষে এরা ফুঁ দিয়া হেলিকপ্টার ফালাইছে, তাও আবার আর্মীর কপ্টার। আহেন আমরা দেশের এমন অগ্রগতিতে হাত তালি দিয়া কই আমিন।
যেই দেলুর ভয়ে স্বয়ং ডিসি কাইপা কাইপা কাপড় নষ্ট ঐরা ফেলে, হেই বেডার ভয়ে ওর গেরামের গরীব লোকগুলার কি অবস্থা একবার বুইঝা দেখেন। আমরা শিক্ষিত সমাজ যদি এগুলানরে চিনতে না পারি তাইলে খামাখা অগো দোষ দিয়া কি লাভ।
আফসোস দেলুর দৌড় খালি রফিকুল ইসলামের কপ্টার পর্যন্ত... আফসোস প্যালেষ্টাইনে বোমা ফেলনের লাইগা যেই হেলিকপ্টারগুলান গেছিলো সেইগুলান দেলুর চউক্ষে পড়ে নাই। আহারে দেলু যদি একটু বেজার হইতেন ইসরায়েলীগো উপরে তাইলেই তো কপ্টারগুলান ক্রাশ করতো আর নিরীহ পুলাপাইনডি বাইচা যাইতো। ৭১ এ ৩০ লাখ মাইনসেরে মারছে যারা তারা কি আর প্যালেষ্টাইনের দুই এক হাজার শিশুর কান্না শুনবে?? ধিক্কার.... অসংখ্য ধিক্কার....
দেলু রাজাকারের কূকীর্তির সম্পর্কে জানুন..
এই যুদ্ধাপরাধীকে প্রত্যাখ্যান করুন : দেলোয়ার হোসেন সাঈদী (পিরোজপুর-১)
1971 remnants still active in politics
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।