বুধবার রাত আড়াইটার দিকে বিরামপুরের-ফুলবাড়ী সড়কের বিজুল মাগুড়াপাড়া এলাকা পুলিশ তাদের ধাওয়া করে আটক করে।
এ সময় তাদের কাছ থেকে একটি ছোরা ও দু'টি খেলনা পিস্তল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, অ্যাম্বুলেন্স চালক আশরাফুল ইসলাম (২৮) ও সহযোগী আরিফুল ইসলামকে (২৫)। এরা রংপুর শহরের বাসিন্দা।
ফুলবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার সুশান্ত সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১টার দিকে বিরামপুরের শালবাগানের কাছে অ্যাম্বুলেন্স নিয়ে ডাকাতির প্রস্তুতির সংবাদ পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালালে ডাকাত দল সেখান থেকে পালিয়ে যায়। এ সময় পুলিশ বিভিন্ন সড়কে অনুসন্ধান চালিয়ে বিরামপুরের বিজুল মাগুড়াপাড়া এলাকা অ্যাম্বুলেন্সটি আটক করে।
এ সময় চালক আশরাফুল ও আরিফুলের কাছ থেকে দুটি খেলনা পিস্তল ও একটি ছোরা উদ্ধার করে।
ডাকাতির প্রস্তুতির কথা তারা পুলিশের কাছে স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।