বংশাল থানার ওসি কুদ্দুস ফকির জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নর্থ সাউথ রোডে এ ঘটনা ঘটে।
“সকালে বৃষ্টির পর বিদ্যুতের তার খুলে রাস্তায় পড়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সড়কে পানি জমে থাকায় তারা হয়তো তার দেখতে পাননি।”
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে ফায়ারম্যান জিয়াউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বংশালে বিদ্যুতায়িত হয়ে দুই জনের মৃত্যুর খবর পেয়ে আমাদের একটি গাড়ি সেখানে যায়। তবে তার আগেই পুলিশ দুই জনের লাশ নিয়ে যায়।”
বুধবার রাত থেকে টানা বৃষ্টিতে মিরপুর, শ্যাওড়াপাড়া, মোহাম্মদপুর, গুলশান-১, মালিবাগ, রাজারবাগ, মতিঝিলসহ বিভিন্ন এলাকায় সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
সিএনজিচালিত বেশ কিছু যানবাহনের ইঞ্জিনে পানি ঢুকে আটকে থাকতে দেখা গেছে বিভিন্ন রাস্তায়। ফলে কোনো কোনো এলাকায় হালকা যানজটও সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে বেলা ৯টা পর্যন্ত ঢাকায় ৬৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।