বন্যা, অতিবৃষ্টি ও জলাবদ্ধতা আমাদের দেশের একটি অতি পরিচিত দৃশ্য। এসবের ফলে ভোগান্তির অন্ত থাকে না আমাদের দেশের দরিদ্র মানুষের। কিন্তু এসব প্রাকৃতিক দূর্যোগের চোখ রাঙ্গানীনে ভয় পাওয়ার দিন শেষ হতে চলেছে। মানুষের অষাধ্য কিছুই নেই। দূর্যোগ প্রবন এলাকা ও চর এলাকার প্রান্তিক মানুষের কর্মসংস্থানের নতুন দিগন্ত উম্মোচিত হয়েছে।
যার মধ্যে খাঁচায় মাছ চাষ একটি পুরাতন বিষয়। কিন্তু ভাসমান সব্জি চাষ! সত্যিই চমৎকার একটি উদ্যোগ। যেখানে অল্প যত্নে দেশের পুষ্টি চাহিদা পূরনের পাশাপাশি আয়ের সুযোগ তৈরী হয়েছে। এমনই একটি ভাসমান সব্জীচাষ প্রকল্প ঘুরে দেখতে গিয়েছিলাম উত্তর বঙ্গের মঙ্গা পীড়িত গাইবান্ধা জেলার সদর উপজেলার তুলসীঘাট ও সুন্দরগঞ্জ উপজেলায়। যেখানে কচুরীপানা জড় করে তার উপর হালকা মাটি ছিটিয়ে কয়েকদিন পর সব্জী বীজ বপন করা হচ্ছে বিশেষ করে লালশাক ও কলমীশাক।
এবং সেখান থেকে উৎপাদিত হচ্ছে সব্জীভ নীচের ছবিগুলি দেখলে উৎপাদন সম্পর্কে পরিস্কার ধারণা পাওয়া সম্ভব। গত ১৮/১০/২০০৮ মাননীয় উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান গিয়েছিলেন গাইবান্ধা তে সরকারী সফরে। সেখানে যাওয়ার পথে রাস্তার পাশের জলা ভূমিতে এ প্রকল্পের কাজ দেখে থেমে যান তিনি, ঘুরে ঘুরে দেখেন তিনি বেশ কয়েকটি সব্জী ক্ষেত, কথা ও বলেন সব্জী চাষীদের সাথে। প্রকল্পটি বাস্তবায়ন করছে পল্লীবধূ কল্যাণ সংস্থা, গাইবান্ধা আর কারীগরী সহযোগীতা প্রদাণ করছে প্রাক্টিক্যাল এ্যাকশন, বাংলাদেশ।
পূর্বের পোষ্টটি ভূল করে পোণ্ট হযে যাওয়ায় মুছে দিলাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।