আমাদের কথা খুঁজে নিন

   

শেষের কথা, একটা কবিতা

স্বপ্ন বাস্তবায়িত না হলে সে স্বপ্ন দেখার কোন অর্থ থাকে না, আমি এ ধারনার পক্ষে নই। অনেক আগে এ সঙ্গ এ্যান্ড এন এ্যারো নামে একটা কবিতা পড়েছিলাম, আমার বিশাস্ব সেই কবিতার মতো।

আমাদের আর দেখা হবে না একান্ত কনো সময়ে নিজস্ব অভিমানে আমরা বেছে নিয়েছি দুরের অচেনা পথ গন্তব্য যেনে নিয়েছি অজানা কনো লোকালয় আর আপন জেনেছি নতুন দিগন্তে পাখা মেলা গাঙ্গ সালিকের ঠোঁট। মানোব শূন্য দ্বীপের সবুজ লেগুনে তোমার আমার যত কোলাহল বালিতে কাদায় নোনা জলে যত মাখা মাখি আমাদের যাকিছু সূবর্ন সময় ফেলে এসেছি হিরন্ময় ঘাটে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।