আমাদের কথা খুঁজে নিন

   

যে শেষের কোন শেষ নেই

বাংলাকে ভালোবাসি

আমরা ৪ (চার) বন্ধু। আমি, সবুজ, রাব্ভী আর টুটুল। সবুজ ছাড়া সবাই আমরা স্কুল থেকে একসাথে আছি। সবুজের সাথে আমাদের পরিচয় ইউনিভাসিটিতে। আমরা চারজন যেন এক আত্মা, এক প্রান, এক দেহ।

আমাদের মাঝে একজন একিট সিদদ্ধান্ত নিলে অন্যরা তা মেনে নেই। আর অন্যের সমস্যায় তো সবসময় আছি। এভাবে একসময় আমরা ক্যাম্পাসে বেশ জনপ্রিয় হেয় গেলাম। যেকোন কাজে আমাদের ডাক সবার আগে পড়তো এবং তা এখোন বহাল আছে। কম্পাসের যে সব কাজ অন্যরা শেষ করতে পারতো না আমরা তা খুব সুন্দর ও সাবলিল ভাবে করে ফলতাম।

তবে এ বিষয়ে আমাদের গুরু হলেন আমাদের আইন বিভাগের বড়ভাই, যাকে যাকে সব কাজের এক্সর্পাট বলা যায়। তার নাম হল রউফ। যাক তার কথা আর বলছি না, তার কথা আর একদিন লিখব। আমার আসল কথায় ফিরে আসি। মুলত, আমরা রউফ ভাইেয়র হাত ধরেই কাজটা শুরু করি।

তিনিই আমাদের কিভাবে কাজটা করতে হয়। কাজের কথা না বলায় নিশ্চয় আপনারা বিরক্ত হয়ে গেছেন। আরে ভাই কজটা হল পিকনিক। তা ছাড়া আর কি। সেই ১ম বর্য় থেকে শুরু।

এর পর প্রতি সপ্তাহে না হলেও প্রতি মাসে অন্তত ২ বার তো করবোই। আমাদের এই মিশন চলতে থাকে। প্রতি বার পিকনিক শেষ করার পর আমরা বলতাম এবং বলি এটাই আমাদের শেষ পিকনিক। আর পিকনিক করবো না। কিন্তু ১৫ দিন নাযেতেই আবার যেন মন কেমন কেমন করতে থাকে।

শুরু হয় আমাদের তোরজোর। আবার শুরু হয় পিকনিক। আর মাত্র ৩ মাস পর আমাদের ৪র্থ বর্ষ ফাইনাল পরীক্ষা। তাই আমরা আবার একটি পিকনিক আয়োজন করেছুলাম গত পরশু দিন। এই পিকনিকএ রউফ ভাই ছিলেন না।

খুব খারাপ লেগেছে। এবার ও বলেছি এটাই আমাদের শেষ পিকনিক। আমার মন খুব খারাপ, এটাই যেন আমাদের শেষ পিকনিক না হয়ে যায়? আমি চাই এটাই যেন আমাদের শেষ পিকনিক না হয়। আমার আইন ব্লগ www.lawinbd.blogspot.com আমার আইনের বইয়ের ওয়েবসাইট www.lawinbd.yolasite.com. আমার ব্লগ www.mynightdreams.wordpress.com


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।