আমাদের কথা খুঁজে নিন

   

ব্রুনো



তাহলে বোধ করি এটাই ছিল পরিসমাপ্তি। এভাবেই যবনিকা টানা হয় আমাদের জীবনের। অন্তহীন জিজ্ঞাসা আর সত্যের ভয়াবহ যন্ত্রণার এই হলো নির্বাণ লাভ। আজ এই একুশ শতকের একটা পুরোনো ভয়াবহ প্রশ্ন আমাদের সামনে প্রায়ই চলে আসে। ধর্ম না মানুষ।

দেশে দেশে মানুষ আজ অসহাযের মতো ধর্মের শেকলে বাঁধা পড়ছে। কী অদ্ভুত কৌশলে সব সুন্দর সব সত্যকে গলাটিকে হত্যা করে ধর্মের আফিমে আসক্ত করে মানুষকে শেকলে বাধার চক্রান্ত করে চলেছে কিছু লোক। কী অদ্ভুত প্রতিযোগিতায় লিপ্ত কোরআন আর বাইবেল, গীতা আর হাদিস, বেদ আর ত্রিপিটক। নতুন করে এসব বলার কোন মানে নেই। হয়তো ভিতরে ভিতরে কাদেঁন মানবতার এই বীভৎস অপমান দেখে।

আমিও কাঁদি। মরণরে তুহু মম শ্যাম সমান। আমাদের সবার মরণ শ্যামের মতো সুন্দর শান্তিময় নয়। বহু মরণ যন্ত্রণার, বহু মরণ আমাদের মুর্খতার। অন্ধত্বের আমাদের জীঘাংসার ফসল।

আজ সেরকম নিজ ধর্মের লিপিবদ্ধ চিরায়ত বাণীকে মেনে না নেয়ার আগুনে পুড়িয়ে জীবন্ত মানুষকে হত্যা করার আনন্দে আত্মহারা হয়েছিল একদল ধর্মজীবী পিশাচ একদিন এই ভুখন্ডে। আজ থেকে সাড়ে তিনশো বছর আগে খ্রীস্টান ধর্মমত, বাইবেলের সম্পূর্ণ বিপরীত একটি সত্য আবিষ্কারের চেষ্টার ফলে কিংবা বিশ্বাসের কারণে হত্যা করা হয়েছিল একজন বিজ্ঞানীকে। সময় ১৬০০ খ্রীস্টাব্দ। স্থান ইটালির রোম শহর। বিজ্ঞানীর নাম ব্রুনো।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।