আমাদের কথা খুঁজে নিন

   

জামায়াতের সঙ্গে বিএনপির জোট স্থায়ী নয়: খালেদা জিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির জোট ‘স্থায়ী কোনো জোট নয়’ বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাত্কারে এ কথা বলেন।

গত ৬ জানুয়ারি পত্রিকাটির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, বিএনপিকে জামায়াতের সঙ্গ ছাড়ার যে শর্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন বিএনপি সেটি পুনর্বিবেচনা করতে পারে বলে আভাস দিয়েছেন খালেদা জিয়া। তিনি বলেন, 'জামায়াতের সঙ্গে এটি স্থায়ী কোনো জোট নয়। তবে যখন সময় আসবে, তখন বিষয়টি দেখব।

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিকটির ওই প্রতিবেদনে বলা হয়, বিএনপির আটক নেতা-কর্মীদের মুক্তি দিলে তাঁর দল সরকারের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে প্রস্তুত বলে জানিয়েছেন খালেদা জিয়া। তিনি বলেন, ‘আমরা আলোচনা করতে প্রস্তুত। কিন্তু তার আগে তাদেরকে (সরকার) আলোচনার অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। দলের জ্যেষ্ঠ নেতারা কারাগারে। আমার অনেক কর্মী কারাগারে।

বর্তমান পরিস্থিতিতে বিএনপি'র অনেক জ্যেষ্ঠ নেতা আত্মগোপনে আছেন। তাদের (সরকার) পরিবেশটাকে স্বচ্ছ করতে হবে। ’

৫ জানুয়ারির নির্বাচনকে ‘প্রহসনের নির্বাচন’ মন্তব্য করে বিএনপি চেয়ারপারসন বলেন, ওই নির্বাচনে মাত্র ১০ শতাংশের মতো ভোট পড়েছে।  

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     বুকমার্ক হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.