আমাদের কথা খুঁজে নিন

   

হযরত আম্মার (রাঃ)

আমি আমার স্বল্প জ্ঞান থেকে আপনাদেরকে কিছু শেয়ার করতে চাই এবং আপনাদের কাছ থেকে মূল্যবান কিছু নিতে চাই।

" বিসমিল্লাহির রহমানির রহিম" হযরত আম্মার (রাঃ) এর পাশ দিয়ে কোন কোন সময় রসুল (সঃ) যাবার সময় তাঁকে সবর করতে উপদেশে দিতেন এবং জান্নাতের সুসংবাদ দিয়ে সান্তনা প্রদান করতেন । তাঁর পিতা হযরত ইয়াসির (রাঃ) কাফিরদের নির্যাতনে জর্জরিত হয়ে অবশেষে প্রানত্যাগ করেন এবং তাঁর মাতা হযরত সুমাইয়া (রাঃ) নৃশংসতম অত্যাচার সহ্য করে মৃত্যুবরন করেন । তাঁকে আবু জাহেল একটা বর্শা দ্বারা করলে সে আঘাতেই তাঁর মৃত্যু হয় । এত নির্যাতন সত্ত্বেও তাঁরা তাওহীদের মধুর বানী কখনও ভুলেননি এবং ইসলাম পরিত্যাগ করে নিজের সুখ-শান্তির কথা স্বপ্নেও ভাবেননি ।

হযরত সুমাইয়া (রাঃ) ইসলামের প্রথম শহীদ এবং হযরত আম্মার (রাঃ) ইসলামের প্রথম মাসজিদের ভিত্তি স্থাপনকারী । রসুল (সঃ) যখন মদীনায় হিযরত করেন, তখন আম্মার একদিন রসুল (সঃ) কে বলেন, " ইয়া রসুলুল্লাহ (সঃ) আপনার জন্য একটা ছায়াযুক্ত স্থান তৈরী করা উচিত, যেখানে আপনি রৌদ্রের সময় বিশ্রাম ও সলাত কায়েম করতে পারেন । " এ কথার পরই হযরত আম্মার (রাঃ) কতগুলো পাথর সংগ্রহ করে কোবা পল্লীতে একটি মাসজিদের ভিত্তি স্থাপন করেন । হযরত আম্মার (রাঃ) ঐকান্তিক আগ্রহের সাথে জিহাদে যোগ দিতেন । একবার তিনি অতি আনন্দে বলেছিলেন," এখন গিয়ে বন্ধুদের সাথে এবং রসুল (সঃ) ও তাঁর জামাতের সাথে মিলিত হব"- একথা বলতে বলতে তাঁর অত্যন্ত পিপাসা হওয়ায় তিনি কারোও কাছে পানি চাইলেন।

এক ব্যাক্তি তখন তাঁকে একটু দুধ এনে দিলেন । দুধ পান করে তিনি বলেন, " আমি রসুল (সঃ) এর কাছে শুনেছি, তুমি দুনিয়াতে শেষ বন্ধু হিসাবে দুধ পান করবে । " একথা বরেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মুত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর । সহাবা চরিত ।

মাওলানা যাকারিয়া (রঃ) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.