আমাদের কথা খুঁজে নিন

   

ঢাবি ছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবক গ্রেপ্তার



ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রোকেয়া হলের এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় ফুয়াদ আহমেদ বাবু নামের এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। রোববার রাতে ওই ছাত্রী রোকেয়া হলে ফেরার পথে হলের কাছেই বাবু (২২) ও তার দুই সঙ্গী তাকে উত্ত্যক্ত করে। রাত সাড়ে ৯টার দিকে ওই তিন যুবক দু'টি মোটরসাইকেলসহ রোকেয়া হলের কাছে দাঁড়িয়ে ছিল। হলের গেট রাত সাড়ে ৯টায় বন্ধ হয় বলে ওই ছাত্রী দ্রুত হাঁটছিলেন। এ সময় তার প্রতি অশ্লীল মন্তব্য শুনে তিনি এর প্রতিবাদ করেন এবং বাবুকে থাপ্পর দেন।

হইচই শুনে ১০/১২ জন ছাত্র ওই ছাত্রীকে উদ্ধার করতে ছুটে আসেন এবং ওই তিন যুবককে পিটুনি দেন। এ সময় অন্য দু'জন পালিয়ে গেলেও পুরান ঢাকার ব্যবসায়ী বাবু পাকড়াও হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এসে বাবুকে শাহবাগ পুলিশে সোপর্দ করেন। শাহবাগ থানার ওসি রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার সকালে বাবুকে আদালতে হাজির করা হবে। তিন যুবকের মোটরসাইকেল দু'টি পুলিশ হেফাজতে রয়েছে।

লিংক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.