নোটিশবোর্ড
বেস্ট অফ ব্লগস বা সেরা ব্লগ প্রতিযোগিতার ষষ্ঠ আসরের চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করলো জার্মানির আন্তর্জাতিক সম্প্রচার কেন্দ্র ডয়চে ভেলে৷ যাতে আলী মাহমেদ-এর ব্লগ উঠে এলো শ্রেষ্ঠ বাংলা ব্লগ হিসেবে৷ এছাড়া ইংরেজি ব্লগ ' উশাহিদি' জিতে নিলো শ্রেষ্ঠ ওয়েব্লগ-এর পুরস্কার৷ ১৫ই এপ্রিল জার্মানির রাজধানী বার্লিনে অনুষ্ঠিত এক সম্মেলন থেকে ঘোষণা করা হয় বিজয়ীদের নাম৷ চূড়ান্ত বিজয়ীদের নামের তালিকা পাওয়া যাবে এখানে ক্লিক করে৷
এই প্রথম, বিশ্বের অন্যতম বড় এই আসরে যুক্ত হয় বাংলা ভাষা৷ চূড়ান্ত বিজয়ী নির্ধারণের সময় বাংলা ভাষার বেশ কয়েকটি ব্লগ ভালোভাবেই জায়গা করে নেয়৷
ভাষা অনুযায়ী সেরা বাংলা ব্লগের পুরস্কারটি জয় করেছেন আলী মাহমেদ৷ এই প্রসঙ্গে বাংলা ভাষার জুরি বাংলাদেশের অন্যতম ব্লগ সাইট সামহোয়ারইন ব্লগ ডট নেট থেকে আসা সৈয়দা গুলশান ফেরদৌস জানা বলেন, ''আলী মাহমেদ খুব আন্তরিকতার সঙ্গে ব্লগিং করেন এবং খুবই জনপ্রিয়৷ ওনার মেধা এবং ওনার সেন্স অফ হিউমার এতো শার্প যে খুব ভাল আলোচনা হয় ওনার ব্লগে৷ এছাড়া, উনি একাধিক বই লিখেছেন৷''
এবছর বিজয়ী নির্ধারণের ব্যাপারটা এতো সহজ ছিল না৷ কারণ, বেস্ট অফ ব্লগস (সংক্ষেপে ববস্) এর এবারের প্রতিযোগিতায় শুধু যে ১১টি ভাষা অংশগ্রহণ করেছিল - তাই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে জমা পড়েছিল মোট ৮,৩০০টি ব্লগ৷
প্রসঙ্গত, ২০১০ সালের জুনে জার্মানির বন শহরে অনুষ্ঠিতব্য গ্লোবাল মিডিয়া ফোরাম-এ বেস্ট অফ ব্লগস অ্যাওয়ার্ড বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে৷
এ সম্পর্কে আরো বিস্তারিত জানতে ভিজিট করুন: http://www.dw-world.de/bengali
শুভেচ্ছান্তে,
আব্দুল্লাহ আল-ফারূক
প্রধান, বাংলা বিভাগ
ডয়চে ভেলে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।