তারা বলে সম্ভব না, আমি বলি সম্ভাবনা
জার্মানির সংবাদমাধ্যম ডয়েচে ভেলের ওয়েবসাইট আয়োজিত সেরা ব্লগ প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বাংলা ব্লগ নির্বাচিত হয়েছে বাংলাদেশি ব্লগারের একটি বাংলা ব্লগ। এভবেই শীর্ষ দৈনিক প্রথম আলো একটি প্রতিবেদনের শুরু করেছে। ভালো কথা, কিন্ত কে এই বিজয়ী। তার প্রকৃত নাম নিয়েই এই পোষ্টের অবতারণা।
গত কয়েকদিন যাবৎ সামহোয়ার ইন ব্লগে এই বিষয়ে একটি পোষ্ট স্টিকি করা ছিল।
প্রথম আলো মতে, ববস কর্তৃক নির্বাচিত শ্রেষ্ঠ ব্লগার এর নাম আলী আহমেদ। তবে তাদের প্রতিবেদনে ইংরেজীতে প্রদত্ত ওয়ব সাইটটির ঠিকানা এভাবেই দেওয়া হয়েছে - (http://www.ali-mahmed.com)।
ডিডাব্লিউ এর লিংকে এবং সামহোয়ারেও দেখা যায় আলী মাহমেদ শ্রেস্ঠ ব্লগার নির্বাচিত হয়েছেন।
আলী মাহমদে নামটি বাংলদেশে আনকমন, তাই বলে প্রথম আলোর মত একটি দৈনিক কিভাবে এমন একটি নাম একাধিক বার ভুল লিখলো।
এখন আলী আহমেদ (প্রথম আলো মতে) কিংবা আলী মাহমেদ (তার ওয়েবসাইট মতে) ভাই আপনিই ক্লিয়ার করেন আপনার নামটি কী।
প্রথম আলো আপনার নাম পরিবর্তন করে থাকলে, পিএ কর্তৃপক্ষকে আকীকা দেয়ার জন্য বলেন।
প্রথম আলোর লিংক : Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।