আমাদের কথা খুঁজে নিন

   

পদ্মার দরপত্র জুনেই: কাদের

দুর্নীতির তদন্ত নিয়ে জটিলতায় বিশ্ব ব্যাংককে বাদ দিয়ে নিজস্ব অর্থায়নে দেশের দীর্ঘতম সেতু নির্মাণের কাজ চলতি মেয়াদেই শুরুর কথা বলে আসছে মহাজোট সরকার।  
ওবায়দুল কাদের বৃহস্পতিবার সিরাজগঞ্জে সাংবাদিকদের বলেন, “জুনের মাঝামাঝি সময়ে পদ্মা সেতু নির্মাণের প্রকল্প প্রস্তুত হবে এবং জুনের  শেষ সপ্তাহের মধ্যে মূল সেতু নির্মাণ প্রকল্পের দরপত্র আহ্বান করা হবে। ”
নিউজিল্যান্ডভিত্তিক একটি পরামর্শক প্রতিষ্ঠান কাজ করছে জানিয়ে তিনি বলেন, ইতোমধ্যেই তারা সেতুর নকশা ও অন্যান্য কাগজপত্র হালগানাদ করেছে।
সিরাজগঞ্জের ক্ষতিগ্রস্ত শাহজাদপুর-এনায়েতপুর ও শাহজাদপুর-কৈজুরী সড়ক এবং করতোয়া সেতু পরিদর্শনের পর মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন।
এর আগে গত ৯ এপ্রিল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছিলেন, পদ্মা সেতু প্রকল্পের মূল কাঠামোসহ তিন ধরনের নির্মাণ কাজের জন্য জুনের মধ্যে আন্তর্জাতিক দরপত্র ডাকা হবে।


দেশের বৃহত্তম নির্মাণ প্রকল্প পদ্মা সেতুর প্রস্ততিমূলক কাজ ইতোমধ্যে শেষ হয়েছে বলে জানান যোগাযোগমন্ত্রী।
প্রায় ২২ হাজার কোটি টাকার এই প্রকল্পের অধীনে ৯৬ কোটি টাকা ব্যয়ে নদী তীর সংরক্ষণ প্রকল্পের কাজ শুরু হয়েছে।
এর আগে জাজিরা পয়েন্টে ১২শ’  কোটি টাকা ব্যয়ে সংযোগ সড়কের কাজ শুরু হয়েছে। মাওয়া পয়েন্টেও ২১০ কোটি টাকা ব্যয়ে সংযোগ সড়ক নির্মাণের দরপত্র আহ্বান করা হয়েছে।
চলতি অর্থবছরের বাজেটে পদ্মা প্রকল্পের জন্য ২৩০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে।

আগামী ২০১৩-১৪ অর্থবছরে ৬৮০০ কোটি, ২০১৪-১৫ অর্থবছরে ৭৮০০ কোটি এবং ২০১৫-১৬ অর্থবছরে ৫০০০ কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনাও জানান অর্থমন্ত্রী।
এদিন ওবায়দুল কাদের সিরাজগঞ্জের ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো আগামী ৭ দিনের মধ্যে মেরামত করে চলাচলের উপযোগী করার জন্য সওজ প্রকৌশলীদের নির্দেশ দেন।
পরে ওবায়দুল কাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপুরের কাচারি বাড়ি পরিদর্শন ও শেষে শিক্ষাবিদ মাজহারুল ইসলামের কবর জিয়ারত করেন।
শাহাজাদপুরের সংসদ চয়ন ইসলাম, উল্লাপাড়ার সংসদ সদস্য গাজী শফিকুল ইসলাম শফি, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার এস এম এমরান হোসেন, উপজেলা চেয়ারম্যান হাসিবুর রহমান স্বপন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী হাসান, সওজ পাবনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবু রওশন, সওজ স্থানীয় নির্বাহী প্রকৌশলী নুর-ই-আলম মন্ত্রীর সঙ্গে ছিলেন।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।