পদ্ম নদী নিয়ে এই গানটি শুনছিলাম বেশ কয়েকদিন ধরেই।
কিন্তু এই গানের কথাগুলো নেটে কোথাও খুজে পেলাম না।
তাই এখানে কথাগুলো লিপিবদ্ধ করে রাখার প্রয়াস।
খায়রুল আনাম শাকিল এর কন্ঠ গানটি শুনতে পাবেন এখানে:
পদ্মার ঢেউরে...
পদ্মার ঢেউরে...
মোর শুন্য হৃদয় পদ্ম নিয়ে যা যারে
পদ্মার ঢেউরে...
মোর শুন্য হৃদয় পদ্ম নিয়ে যা যারে
পদ্মার ঢেউরে...
এই পদ্মে ছিলোরে যার রাঙা পা
এই পদ্মে ছিলোরে যার রাঙা পা
আমি হারায়েছি তারে
আমি হারায়েছি তারে
পদ্মার ঢেউরে...
মোর শুন্য হৃদয় পদ্ম নিয়ে যা যারে
পদ্মার ঢেউরে...
মোর পরাণও বধু নাই
পদ্মে তাই মধু নাই, নাইরে
পরাণও বধু নাই
পদ্মে তাই মধু নাই, নাইরে
বাতাস কাঁদে বাইরে
সে সুগন্ধ নাইরে
মোর রূপেরও স্বরসিতে, আনন্দ মৌমাছি
রূপেরও স্বরসিতে, আনন্দ মৌমাছি
নাহি ঝংকারে রে
পদ্মার ঢেউরে...
মোর শুন্য হৃদয় পদ্ম নিয়ে যা যারে
পদ্মার ঢেউরে...
ও পদ্মারে,
ঢেউয়ে তো ঢেউ উঠায় যেমন চাঁদের ঐ আলো
মোর বধুয়ার রূপ তেমনি
ঝিলমিল করে কৃষ কালো
সে প্রেমেরও ঘাটে ঘাটে
বাঁশি বাজায়
যদি দেখিস তারে দিস সে পদ্ম তার পায়
যদি দেখিস তারে দিস সে পদ্ম তার পায়
বলিস কেন বুকে আশার দেয়ালে জ্বালিয়ে
চলে গেলো চির অন্ধকারে
পদ্মার ঢেউরে...
মোর শুন্য হৃদয় পদ্ম নিয়ে যা যারে
পদ্মার ঢেউরে...
এই পদ্মে ছিলোরে যার রাঙা পা
এই পদ্মে ছিলোরে যার রাঙা পা
আমি হারায়েছি তারে
আমি হারায়েছি তারে
পদ্মার ঢেউরে...
মোর শুন্য হৃদয় পদ্ম নিয়ে যা যারে
পদ্মার ঢেউরে...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।