পর্ব-১
অলসতা: শয়তানের সেরা অস্ত্র
অধ্যবসয়: এতো সময় কোথায়? তাই আজকাল তেমন চোখে পরে না
অনুপ্রেরণা: অনেক কিছুই হতে পারে
অভিশাপ: মুনি ঋষিদের সেরা অস্ত্র
অধ্যাদেশ: জোড় করে চাপিয়ে দেয়া আদেশ
অভিজাত: ভালো এবং মন্দ জাতের আধুনিক সংস্করণ
অমৃত: পেটে ক্ষুধা থাকলে সবকিছুই এর মতো
অমানুষ: বিজ্ঞানীদের বানানো রোবট
আ
আরাম: বিশ্রামের খালাতো ভাই
আনুগত্য: সহজে মেলে না তাই পেলে খাতির করতে হবে
আলস্য: বনেদী জিনিস
ই
ইউনানী: তুমি নানী
ইস: ঐশ্বরিয়ার মুখে দারুণ শোনায়!
ইত্যাদি: বিটিভিতে দেখায়, ম্যাগাজিন
ক
কর্তব্য: নিজে পালন না করলেও হবে। তবে অন্যে পালন না করলে সমালোচনা করতে হবে
কূটনীতি: শিক্ষিত, ভদ্র, ধুর্ত মানুষদের জন্য
কঠিন: বিস্ময় অর্থে জোশ নিয়ে বলতে হবে হ্যাব্বি
কারখানা: পায়খানার সাথে এর কোনো সম্পর্ক নেই
কাজের মেয়ে: মহল্লার হাড়ির খবর এদের চেয়ে কেউ ভালো বলতে পারবে না।বাড়ির কর্তা এবং কর্তার ছেলে দুজনের নজরই এর দিকে থাকতে পারে
গরম খুন্তির ছ্যাকা খেয়ে হাসপাতাল এদের শেষ আশ্রয় স্থল
কয়েদী: এরা প্রত্যেকেই ভয়ংকর প্রতিভাবান
কাঁটা চামচ: কিপটে লোকেরা এ চামচ দিয়ে চিনি তোলে
ব
বোকার: একটা চাকরির জন্য বিয়েটা আটকে আছে এমন। এদের বেডরুমে দারুণ সব জিনিসের সন্ধান পাওয়া যেতে পারে
বাতাস: বুদ্ধিমানেরা সবসময় বাতাস বুঝে কাজ করে
ভ
ভুল: শব্দটি সবসময়ই ভুল
ভিড়: এড়িয়ে চলতে হবে এমন
ভিত্তিপ্রস্তর: টিভি ক্যামেরা ছাড়া এ অনুষ্ঠঅন বৃথা
(ধারাবাহিকভাবে প্রকাশিত হবে)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।