What is life মানে জীবন কি, জীবনের সংগা কি- অনেক পুরাতন জিগ্গাসা, পুরাতন প্রশ্ন। আজ পর্যন্ত সবার মনঃপুত সংগা কেউ দিতে পারেননি।
শেকস্পিয়ারের লেখনিতে লেডি ম্যাকবেথের জবানীতে আমরা শুনতে পাই-
" Life is but a walking shadow... ... ... a tale told by an idiot full of sounds and fury signifying nothing. "
কৃষণ চন্দর সুন্দর বলেছেন-
" জীবন হচ্ছে ১টা গণিত, ১টা উপপাদ্য, যার সিদ্বান্ত আগে থেকেই দেয়া থাকে, শুধু আমরা প্রমান করি... "
জার্মান সাহিত্যিক, ফাউস্টের রচয়িতা গ্যেটে তার আত্মজীবনীর শেষ ২টো প্যারায় জীবন সম্পর্কে তার অসাধারণ দৃষ্টিভংগির পরিচয় দিয়েছেন-
" আমি কোথায় চলেছি তা আমি জানিনা। ... ... সারা জীবন ধরে আমি কি খুঁজে চলেছি? পাহাড়ে-প্রান্তরে, জলে-স্থলে, সুন্দরে-অসুন্দরে, রূপে-অরূপে, ইন্দ্রিয়ে-অতীন্দ্রয়ে কি খুজেঁছি আমি?
কোনো ১ অদৃশ্য দেবতার দ্বারা প্রহৃত হতে হতে অবিরাম কালের অশ্ব ছুটে চলেছে... ... ... । সেই আশ্চর্য অশ্বের লাগাম ধরার শক্তি সবার নেই। হয়ত কোনো মানুষেরই নেই। ... ... ... "
আসলেই জীবন কি, ধাবমান অশ্ব, ১টা উপপাদ্য, কোনো আহাম্মকের বলা কোনো গল্প? ... ... জীবন কি??
নৈরাশ্যবাদ ছেড়ে একটু আশার কথা বলি। জীবনান্দের চোখে জীবন যেমন-
" ... পৃথিবীর ভরাট বাজার ভরা লোকসান
লোভ পঁচা উদ্ভিদ কুষ্ঠ মৃত গলিত
আমিষ গন্ধ ঠেলে
সময়ের সমুদ্রকে বারবার মৃত্যু থেকে
জীবনের দিকে যেতে বলে। "
জীবন মানে আশা, জীবন মানে কালো অন্ধকার ঠেলে আলোর পথে ছুটে চলা, অজানা আগামীকে আশার আলোয় পর্যালোচনা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।