স্বপ্নেরা থাকুক স্বপ্নের মাঝেই
মাঝে মাঝে নিজের সৌভাগ্য দেখে নিজেরই হিংসা হয় । আবার মনে পড়ে যায় আমার মত দুর্ভাগা মানুষ খুব কমই আছে এই দুনিয়ায় । আমার কপালে সুখ আসে ঠিকই তবে বড় ক্ষনস্থায়ি সে সুখ । মুহূর্তের ব্যাবধানে সেই সুখ হয়ে যায় নিষ্ঠুরতম যন্ত্রনা । যেটা সহ্য করতে পারিনা অনেক ক্ষেত্রেই । নিজের উপরে নানা রকম অত্যাচার করি ...শরীরটাকে নানা ভাবে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে চাই । তবুও কি প্রায়শ্চিত্ত হয় ...? এক মুহুর্তের সুখের অনুভুতিটাকে সম্বল করে সহ্য করে যেতে হয় নানান ধরনের নানান রকমের কষ্ট-যন্ত্রনা-গ্লানি । মাঝে মাঝে মনে হয় সব ছেড়ে ছুড়ে চলে যাই সেইন্ট মার্টিনের সমুদ্র সৈকতে ... ভাটার টানে ভাসিয়ে দিই নিজেকে - অজানার পথে । আবার নিজেকে থামাই ... সেই টুকরো টুকরো সুখের স্মৃতিকে সম্বল করে যন্ত্রনাগুলোকে আকড়ে ধরে বেঁচে থাকি আরও কয়েকটা দিন ...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।