কিছু যোগ কিছু বিয়োগের তারায়
কিছু ভোগ কিছু ত্যাগের ছায়ায়
রেখে যাই বোধ
হবে কী না শোধ
এই চলা রাতের কাছে,
যতগুলো তারা নত হয়
উন্মুখ পথে
জানি সেই বোশেখের সাথে
আমিও মেঘ হয়ে চিনে নেবো
তোমার ঠিকানা
চেনা অচেনা ঋতুতে,
মাঝির চাহনী নিয়ে তাকাবো উত্তরে
যেভাবে পুষ্পেরা দাঁড়ায় অন্য কোনো
অবিনাশী ভোরে।
ছবি- বনমালী পাল
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।