আমাদের কথা খুঁজে নিন

   

অভিবাদন ১৪১৭!



চৈত্রের নিঃশ্বাসের মতো নীরবে ঝরে গেলো আরো একটি জীর্ণ পাতা, বাংলা দিনপঞ্জি থেকে, ১৪১৬’। ফেলে আসা বছরটি এখন ‘পুরনো সেই দিনের কথা’। পিছু ফিরে কাজ নেই। পুরনোকে বলো, ‘বিদায়’! জীর্ণ জরা ঝরিয়ে দিয়ে প্রাণ অফুরান ছড়িয়ে দেবার ব্রত নিয়ে এসেছে নতুন দিন, স্বপ্নের রং মেখে লাল হয়ে উঠেছে সূর্য, তাকে স্বাগত জানাও! দশ দিগন্তে আলোর নাচন তুলে চোখ মেলেছে নতুন সময়, দু’ বাহু প্রসারিত করে তাকে গ্রহণ করো, বলো-- অভিবাদন ১৪১৭! আমি স্বপ্ন বুনে দিচ্ছি, তুমি তাকে সম্ভব করে তোলো!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।