আমাদের কথা খুঁজে নিন

   

পত্রিকা বিক্রেতা মশিউর বাঁচতে চায়

মোনে আমার শিক্ষার ক্ষুদা মিটাবেন কি মোনের জ্বালা।

ঠাকুরগাঁওয়ের পত্রিকা বিক্রেতা মশিউর রহমান (২৮) বার্জার রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রহর গুণছে। জরুরী ভিত্তিতে তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। এজন্য প্রায় ৫ লাখ টাকার প্রয়োজন। কিন্তু এই বিশাল অঙ্কের টাকা যোগাড় করা সম্ভব হচ্ছে না তার পরিবারের পক্ষে।

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার রনহাট্রা গ্রামের বাসিন্দা মশিউর ছোটবেলা থেকেই পত্রিকা বিক্রি করে চলছিল। স্ত্রী ও দ্ইু ছেলে-মেয়েকে নিয়ে মোটামুটি দিন কাটছিল। বছর তিনেক আগে পত্রিকা বিক্রি করতে গিয়ে তার পায়ে লোহার পেরেক ঢোকে। স্থানীয়ভাবে চিকিৎসায় পায়ের ক্ষতস্থান ভাল না হওয়ায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেয়। ডাক্তার তার দু’পায়ের আঙ্গুল কেটে ফেলে।

তারপরেও সে সুস্থ হয়নি। তার জীবন রক্ষায় ডাক্তার তার দু’টি পা উরু পর্যন্ত কেটে ফেলার পরামর্শ দিয়েছেন। এই অবস্থায় স্বামীর জীবনরক্ষায় চিকিৎসার জন্য মশিউরের স্ত্রী আরমিনা দেশের বিত্তশালী, দানশীল ও দয়াবান ব্যক্তিদের কাছে সহযোগিতা চেয়েছেন। ঠাকুরগাঁও পত্রিকা হকাররা চাঁদা তুলে ৫ হাজার টাকা মশিউরের স্ত্রীর হাতে তুলে দেয়। সাহায্য পাঠাবার ঠিকানা আরমিনা, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, চৌরঙ্গী বাজার শাখা, সঞ্চয়ী হিসাব নং- ২৬৪৩ ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.