আমাদের কথা খুঁজে নিন

   

ক্রেজি (অনুবাদ কবিতা)

ভাল লাগে ফুল, কিছু কিছু ভুল

আমায় পাগল করে দিলে আমার মন রাঙালে নীলে তুমি স্বপ্ন জুড়ে ভাসো শুধু চোখের জলে আসো তোমার দৃষ্টিতে যে সুখ আমি নিমগ্ন উন্মুখ কাজে মন বসানো দায় শুধু আনমনা দিন কাটে আমার সপ্তা বেড়ে যায় দিন সাত পেরিয়ে আটে কেন আমায় চেয়েছিলে তবু ছাড়লে পথের মাঝে একা নির্জনতার নীলে তাই মন বসে না কাজে ভালোই জানো, জানি তুমি আমার কতখানি আমার আর লাগেনা ভালো শুধু মিথ্যে আগুন জ্বালো চাপাও বিষন্নতার ভারও কেবল কষ্ট দিতে পারো একা তোমায় ছাড়া কিছু আর ভাবতে পারি নাতো তবু পথের মাঝে রেখে তুমি ছাড়লে আমার হাতও তোমার দৃষ্টি পাগলপারা আমি কেবল দিশেহারা আমার আট দিনে সপ্তাহ আমার হৃদয় জুড়ে দাহ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।