মানুষের জন্য ভালবাসা, অন্যায়ের বিরুদ্ধে বজ্র কন্ঠ
কালো দিনের ভয়ঙ্কর সেদিন
আজো রক্তে জাগায় যুদ্ধের দামামা।
কালো রাত্রির যম-নিশিথ আঁধারের মাঝে
নিশ্চিত ছুটায় পতপত পতাকা।
হেরে যেতে ওগো আসিনি এ ধরায়,
ওগো মৃত্যু আসুক ,
হোক অমানিশা-আসুক কালোসাপ ,
ওরে কোথায় আজ তোরা?
বন্দি কর যতোসব শুয়োরের বাচ্চাদের।
আর কতোকাল রবো চুপ করে, বুকে পাথর বেধে?
সেইযে আটত্রিশ বছর আগে,
আমার প্রিয়তম চলে গেলো আমাকে ছেড়ে,
না ছিলো আমার দোষ, না ছিলো তার দোষ,
তবে কোন পাপে সে করে গেলো তার সন্তানকে এতিম?
আর আমি হলাম বিধবা,
দায়ী কে ?
ট্রাকের ড্রাইভার নাকি আমার কপাল?
আজ আমি ঘুরে বেড়াই রাস্তায় স্বামীর খোঁজে ,
আর সেই ড্রাইভার ছুটে চলে আমার পাশ দিয়ে।
কী সুন্দর সেলুকাস?.....
সেলুলয়েড.................
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।