সংবিধানের তৃতীয় ভাগ –এ “মৌলিক অধিকার” এর অংশ- “জীবন ও ব্যাক্তি স্বাধীনতার অধিকাররক্ষণ” ৩২- এ বলা আছে, জীবন ও ব্যাক্তি স্বাধীনতা হইতে কোন ব্যাক্তি কে বঞ্চিত করা যাইবে না।
চোখের সামনে দেখি আমার হৃৎপিন্ডটা টগবগ করছে ,
তড়তড় করে লাফাচ্ছে । বিদ্রোহে আগুনের ফুলকি বেরোচ্ছে সেখান হতে ।
দেশটা কোথায় যাচ্ছে ।
কিছু মানুষ- তারা জেলে যায় ,পত্রিকার শিরোনাম হয় ।
আবার জেল থেকে বের হয়,পত্রিকার শিরোনাম হয় ।
পত্রিকাগুলোও তাদের পিছু ছাড়বেনা । তাদেরকেই শিরোনাম করতে হবে ।
কি হবে আমাদের ?রাতের রেখে দেয়া ভাত সকালে উঠে পুড়ে খাবার পরও সেখানে ক্ষুদা থেকে যায় ,পূরণ না হয়ে আবার রাত হয়ে আসে । ক্ষুদা শেষ হয়না ।
অর্থনীতি নিচে নেমে যাচ্ছে । আগে চায়ের কাপে তিন টাকা দিয়েই দুই কাপে দুই বন্ধু পেটে আলছার বাধাঁনোর জন্যে মরিয়া হয়ে উটতাম । সেখানে এখন এককাপেই চার টাকা ।
এখন বন্ধু চায়ের বিল দেবার ভয়ে দেখাই করতে আসেনা । আমিও ডাকিনা তাকে এসে দেখে যেতে কি অবস্থায় বেচেঁ আছি ।
এই অনুভুতি কোনদিনও শিরোনাম হবে না পত্রিকায় ।
উই নিড চেইন্জ ।
ধর্ম নয় ,বর্ন নয়-
পরবর্তি শুক্রানু যখন পুর্নতা পেয়ে হাসতে হাসতে বড় হবে,সেখানে ।
খালেদা -হাসিনা তোমাদের কি মনে হয় না ,অনেক হয়েছে । এখন রান্নাঘরে ফিরে যাওয়া উচিৎ ।
আপনারা দুজনেই ভুলে গিয়েছেন আলুর্ভতা কিভাবে বানাতে হয় । কি পরিমান পেয়াঁজ ,মরিছ,লবন আর সরষের তেলে তার স্বাদ হয়ে ওঠে ভারি । আপনাদের এখন সেখানেই মননিবেশ করাই উত্তম ।
তোমাদের উপর আমার ভরা বিরক্ত ।
আর আমার দেশ ।
সেলুকাস............
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।