আমাদের কথা খুঁজে নিন

   

দুটি আত্তাধিক কবিতা ।।



আলোক বার্তা ******* কোন আলো লাগল মনে দিপ্ত ক্ষনে ঐ নয়নে এ আলো ভয়ংকরে তারায় তারায় জ্বলে নিশি জাগরনে । । তুফান তুলে ব্জ্রানলে ক্ষিপ্ত হয়ে ঐ দরিয়ায় ধুম্রজালে নিল সিমানায় ধরণীর বক্ষ ফেটে অগ্নিলাভায় বিস্ফোরণে । । দশ দিগন্তের প্রান্ত ছুঁয়ে রহস্য লোক দিগ্বিজয়ে , মহাশুন্য প্রলয় ভেরি নব নব বার্তা আনে অনুক্ষনে ।

। মোহন বাঁশি ************ আমারও প্রানের ও বাশির ও রাগিণী কে বাজাল হায় মোহন ও মায়ায় সুরে সুরে তারে চিনি । । নব নব চেতনা জ্বেলে হৃদয় কাননও খুলে কে গো হায় অজানায় ফুটাও মোর ও ধ্বনি । ।

নিরব গহনে অনুক্ষনে দেখিবার ছায়া হও দুনয়নে ভাবুক সাজে মন এ ভুবন হয় আপন তব জানি । । বাঁশিরও রোধন ও চিৎকারে প্রাচীরও কারাগারে , অন্ধকারে প্রতিনিয়ত টুটিবারে দেয় যাতনা সঞ্চিত লয়ে কত গ্লানি । ।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।