আমাদের কথা খুঁজে নিন

   

পাসপোর্ট: এমন হয়রানি?!

not now

গত কাল মিসেসের জন্য পাসপোট অফিসে গেলাম পাসপোর্ট করার জন্য। এক্ই দিনে যেন সব কাজ শেষ করতে পারি তার জন্য ২০/০৮/১৩ এ ব্যাংকে টাকা জমা দিয়ে, গত কাল গেলাম অফিস ছুটি নিয়ে! চট্টগ্রাম মনসুরাবাদ পাসপোর্ট অফিসে ঢুকতে মুল ফটকেই এক আনসার সদস্য পথ রোধ করে দাড়াল-'কোথায় যাবেন?' -'দেখি কাগজ পত্র সব ঠিক আছে কিনা'? ভিতরে গেলেতো অনেক ঝামেলায় পড়বেন, ঘুরা ঘুরি হবে। এর চে' আপনি আমাকে দিয়ে কাজটি করালে কাজটি আজকেই করে ফেলতে পারবেন। আমি বললাম-'আমি নিজেই জমা দিব। ' ঠিক আছে, ১৩ নং কাউন্টারে যান।

ভিতরে গেলাম, কাউন্টারে ৫-৭ লোক কিউতে দাড়িয়ে আছে! ভাবলাম যাক লোক কম আছে! কিন্তু কাউন্টারে লোক নেই! এক পুলিশ সদস্যকে বললাম। সেই সেম....." অনেক ঝামেলায় পড়বেন, ঘুরা ঘুরি হবে। এর চে' আপনি আমাকে দিয়ে কাজটি করালে কাজটি আজকেই করে ফেলতে পারবেন। " প্রত্যেকটা পুলিশ আনসার সদস্যকে দেখলাম একই কাজ করতে! একজনকে বললাম কত দিতে হবে? বলল -১৫০০ টাকা! তবু আমি অনড়! ভীড় কম দেখে আরেকটা কাউন্টারে গেলাম, - উনি বললেন জাতীয়তার সনদ এনেছেন? আমি বললাম - 'জাতীয়তার সনদের কথা কোথাওতো লিখে নি। তবু লাগবে! ঠিকাছে! - সিএসজি করে বাসা থেকে গিয়ে নিয়ে আসলাম।

ইতি মধ্যে সেই ১ম কাউন্টারে এক লোক আসে, ২ মিনিট বসে, যারা লাইনে আছে তাদের এটা ওটা দেখিয়ে সব ফরম রিজেক্ট করে দিচ্ছে! আমার মিসেস কে বলল- জন্ম নিবন্ধন সনদের (ভোটা আইডি কার্ডের কপি এখনো হাতে আসেনি, তাই জন্মনিবন্ধন সনদ দিলাম। ) মুল কপি আছে? মিসেস বলল - জন্মনিবন্ধন সনদ এর সত্যায়ি ফটোকপি আছে, মূল সনদ আনিনি! ওই বেটা বলল- না, মূল কপি লাগবে! ঠিকাছে, ওটাও এনে দেয়া হল! আরেক রুমে ওই বদকে ফরমটি আবার দেখানো হল। এবার সে একটা সনদও দেখল না, উপরে ২০২ লিখে বলল, ২০২ রুমে যান। ২০২ রুমে গেলাম, কিছু লোক অপেক্ষায় আছে, কিন্তু চেয়ারে কেউ নেই! ৫/৭ মিন পরে এক লোক আসল, তাকে ফরম দেয়ার চেষ্টা করলাম। সে ঘড়ি দেখে বল্ল, -১টা বাজে, কালকে আসুন।

তার পিছে পিছে ১০ মিনিট ঘুরলাম। সে নামাজের বাহানা দিল, খাবার বাহানা দিল। কোন কথাই শুনলনা! আরেকটা অফিসারের কাছে গেলাম- সেও বলল ১টা বেজে গেছে, এগুলো জমা নেয়া হয় ৯.৩০ - ১.০০ পর্যন্ত, আপনি কালকে আসুন......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.