আমাদের কথা খুঁজে নিন

   

'পাসপোর্ট টু দ্য ডে অব জাজমেন্ট।' অর্থ : বেহেশতের পাসপোর্ট ভিসা!'

বাংলা আমার দেশ

সহজ সরল ধর্মপ্রাণ মানুষজনের মগজ ধোলাই ও বিভ্রান্ত করার জন্য এখন 'পরকালের পাসপোর্ট ও বেহেশতের ভিসা' দিচ্ছে জামাত-শিবির। গানপাউডার দিয়ে আগুন ধরিয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করে মানুষজন পুড়িয়ে মারতে গিয়ে নিজে মারা গেলে 'শহীদি দরজা' খোলা আর বেঁচে গেলে 'গাজী' হওয়ার প্রচারপত্র করছে তারা। পরকালের পাসপোর্ট, বেহেশতের ভিসা, প্রচারপত্র, আগুন লাগানোর গানপাউডার, তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। রাজধানীর মিরপুরের কল্যাণপুরের এক বাসা থেকে এসব উদ্ধারের সময় পুলিশ গ্রেফতার করেছে জামাত-শিবিরের কর্মী-ক্যাডারসহ দুই সহোদরকে। গ্রেফতারকৃত দুই সহোদর খালিদ ও সাজিদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রাজধানী ঢাকাসহ সারাদেশে জামাত-শিবিরের ব্যাপক সহিংস তৎপরতা, নাশকতা ও নৈরাজ্য সৃষ্টি করে হতাহতের ঘটনার পর ব্যাপক গ্রেফতার অভিযান শুরু করেছে পুলিশ ও র‌্যাব।
রাজধানীর কল্যাণপুরের ২ নম্বর রোডের ২৭ নম্বর বাড়ির ৫ তলার একটি কক্ষে পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করেছে পরকালের পাসপোর্ট ও বেহেশতের ভিসা।
পরকালের পাসপোর্ট নামে উদ্ধার করা বইটির রং, আকৃতি মিলিয়ে দেখতে হুবহু প্রকৃত পাসপোর্টের মতোই। সবুজ রঙের এই বইয়ের মলাটের ওপর গোল করে সোনালি রং দিয়ে লেখা আছে পরকালের পাসপোর্ট। ইংরেজিতে লেখা আছে 'পাসপোর্ট টু দ্য ডে অব জাজমেন্ট।

' পাসপোর্টটির মলাট, রং, আকৃতি প্রকৃত পাসপোর্টের মতো হলেও উদ্ধার করা বেহেশতের পাসপোর্টে আছে ৮০ পাতা। পাসপোর্টের বইয়ে আছে ৩৬টি অধ্যায়। বেহেশতের পাসপোর্ট নামক বইটির নিচে আছে লেখক মোঃ জিল্লুর রহমান।
পাসপোর্ট হলেই তো আর বিভিন্ন দেশে যাওয়া যায় না। এ জন্য প্রয়োজন হবে ভিসা।

বেহেশতের পাসপোর্ট হলেইতো আর বেহেশতে যাওয়া যাবে না। এ জন্য প্রয়োজন বেহেশতের ভিসা। পাসপোর্টের বিভিন্ন অধ্যায়ে বেহেশতের খাবার, কোন ধরনের প্লেটে খাবার পরিবেশন করা হবে এবং বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে লেখা রয়েছে। বেহেশতের পাসপোর্টের একটি অধ্যায়ে আছে বেহেশতের ভিসা। বেহেশতের ভিসায় লেখা আছে যে কোন দেশে ঢুকতে যেমন পাসপোর্ট-ভিসা প্রয়োজন, তেমনি বেহেশতে ঢুকতেও ভিসা ও অনুমতিপত্রের প্রয়োজন।

ভিসা বা অনুমতিপত্রের জন্য আগে থেকে প্রস্তুতি থাকতে হবে। বেহেশতের পাসপোর্টের ৮০ পৃষ্ঠার বইয়ের ৩৬ অধ্যায়ের এক জায়গায় লেখা আছে, মুনকার-নাকিরের প্রশ্নোত্তর পর্বের পর নেক্কার বান্দাদের কবরের সঙ্গে জান্নাতের একটি সংযোগ তৈরি হবে। তাতে বেহেশতির নাম, পিতার নামসহ সবকিছু লিপিবদ্ধ থাকবে। এতে উল্লেখ করা হয়, যে কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। তার পাসপোর্ট থাকতে হবে, যাতে লেখা থাকবে, 'বিসমিল্লাহির রাহমানির রাহিম' সংবলিত ভিসা।


বেহেশতের পাসপোর্ট ও বেহেশতের ভিসা দিচ্ছে মোঃ জিল্লুর রহমান হাশেম নামক এক ব্যক্তি। তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামের করুইবন উত্তরপাড়ার মিয়াবাজারে। এই পাসপোর্টের বিক্রয়মূল্য ৩৫ টাকা। এই পাসপোর্টের কম্পোজ ও মুদ্রণ যাকর্স প্রেস এ্যান্ড পাবলিকেশনস লি. ২২৫/১ নিউ এলিফ্যান্ট রোড, চতুর্থ তলা (ঢাকা-১২০৫), লেখা রয়েছে। বেহেশতের পাসপোর্ট ও ভিসার লেখক জিল্লুর রহমান হাশেমকে খুঁজে পাওয়া যায়নি।

তাকে গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছে পুলিশ।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর কল্যাণপুরের ২ নম্বর রোডের ২৭ নম্বর বাড়ির ওপর কয়েক দিন ধরে নজর রাখছিল পুলিশ। রবিবার এই বাড়ির ৫ তলার একটি কক্ষে অভিযান চালিয়ে এসব সরঞ্জামসহ ওই দুই সহোদর ভাই খালিদ ও সাজিদকে গ্রেফতার করা হয়। তাদের বয়স আনুমানিক ৩০ বছর। পুলিশ জানায়, জামাত-শিবিরের সক্রিয় কর্মী-ক্যাডার তারা।

তাদের গ্রেফতারের সময় পুলিশ উদ্ধার করেছে ৬ কেজি গানপাউডার ও বোমা তৈরির ৬০ কেজির মতো সরঞ্জাম। এই বাসা থেকেই উদ্ধার করা হয়েছে প্রচারপত্র, পরকালের পাসপোর্ট নামে একটি বই এবং ইসলামী ছাত্রশিবিরের টি-শার্ট। দুই ভাই ছাড়াও পুলিশ আরও আটক করেছে ৪ জামাত-শিবিরের কর্মী-ক্যাডারকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.