আমাদের কথা খুঁজে নিন

   

হিটলারের পাসপোর্ট

সময়, কবিতা, ছোটগল্প, দেশ, দেশাচার

মৃত্যুর 62 বছর পর আডলফ হিটলারের জার্মান জাতীয়তা ফিরিয়ে নেবার কথা তুলেছেন ব্রাউনশোয়াইগএর এক জার্মান পার্লামেন্ট সদস্যা। এটা হবে তার নাজী হত্যাজজ্ঞের বিরুদ্ধে এক প্রতিকী প্রতিবাদ। অষ্ট্রিয়ান বংশোদ্ভুত হিটলারকে যখন জার্মান জাতীয়তা ব্রাউনশোয়াইগেই দেয়া হয়, তখন তাকে অভিনন্দন জানাতে আসেন কিছু নাজী সহস্য। তখন তিনি বলেন, আমাকে অভিনন্দন জানানোর কোন দরকার নেই, অভিনন্দন জানান জার্মানীকে। এটা ঘটেছিল 1932 সালের 25শে ফেব্রুয়ারীতে, যখন জার্মান রাষ্ট্রীয় উচ্চপদে আসীনের পথে তার জার্মান জাতীয়তা জরুরী হয়ে পড়েছিল। জার্মান পাসপোর্ট সংগ্রদের জন্যে হিটলার নিজে পাসপোর্ট অফিসে যেতে চাননি। পরে অবশ্য যেতে বাধ্য হন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.