আমাদের কথা খুঁজে নিন

   

পৃথিবীর বিখ্যাত কিছু বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি (প্রতিবন্ধী ব্যক্তি):

ভারতের দালাল ও ভারতীয়দের প্রবেশ নিষেধ।

আমাদের চারপাশে অনেক মানুষ আছে যারা তাদের সমস্যাকে দূর করে নিজেদের একটি পৃথিবীকে তৈরী করতে পেরেছে, পেরেছে নিজস্ব একটি অবস্থান ও গ্রহণযোগ্যতা তৈরী করতে। আমরা কজন তাদের সম্পর্কে জানি? কজন জানি তাদের সমস্যাটা কি? আমার আজকের এই আলোচনায় মূলত আমি কয়েকজন এমন মানুষকে তুলে আনার চেষ্টা করিছি যাদের সবাইকে আমরা খুব ভাল ভাবেই চিনি কিন্তু জানিনা তারাওযে বিভিন্ন ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন ছিলেন (প্রতিবন্ধী ছিলেন)। ☼ আলবার্ট আইনিস্টান: তিনি শিখন প্রতিবন্ধী ছিলেন। পৃথিবী বিখ্যাত গণিত ও পদার্থবিদ।

☼ আলেকজেন্ডার গ্রাহাম বেল: টিলিফোনের আবিষ্কর্ত। তিনিও শিখন প্রতিবন্ধী ছিলেন। ☼ জর্জ ওয়াশিংটন: আমেরিকার বিখ্যাত রাষ্ট্রপতি। তিনিও শিখন প্রতিবন্ধী ছিলেন। তার হাতের লিখা ছিল খুবই খারাপ।

আর তার ব্যাকরণগত দতা ছিল খুবই দূর্বল। ☼ হেলেন কিলার: তিনি ছিলেন একাধারে মুক, বধির ও দৃষ্টি প্রতিবন্ধী। তিনি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ( প্রতিবন্ধী) নিয়ে কাজ করে বিখ্যাত হন। ☼ স্টেফেন হকিন্স: বর্তমান বিশ্বের সবচাইতে বড় বিজ্ঞানি। তিনি একজন পদার্থবিদ।

শারীরিক প্রতিবন্ধী। ☼ স্টিভ ওনডার: ছোটবেলা থেকে দৃষ্টিশক্তিহীন এই আমেরিকান সঙ্গিতজ্ঞ একাধানে গায়ক, বহুবাদ্যযন্ত্র বাদক, গীতিকার, সুরকার এবং সঙ্গিত পরিচালক। ☼ লুইস ফিসিনো: বধির চিত্র শিল্পি। তার প্রানী আকার দতাকে আর কেই স্পর্শ করতে পারেনি। ☼ ফ্রিডা খালো: একজন মেক্্িরকান চিত্রকর।

তিনি সেরেব্রাল পলসিতে আক্রান্ত ছিলেন। তখনকার সময় ইউরোপিয়ান ধাচে চিত্রকর্ম করা হলেও তিনি সেই প্রথা ভেঙ্গে মেক্সিকান ঐতিহ্য অনুযায়ী চিত্রকর্ম প্রস্তুত করা শুরু করেন। তার এই ধারা একসময় পৃথিবীবিখ্যাত হয়। তার বিষয় ছিল বাস্তবাদ, চিহ্নবাদ ও দৃঢ় চিন্তন। ☼ থমাস আলভা এডিসন: একহাজারের চাইতে বেশি আবিস্কারের অধিকারী থমাস আলভা এডিসন এজহন শিখন প্রতিবন্ধী ছিলেন।

☼ জন মিল্টন: ইংরেজ কবি। ৪৩ বছর বয়সে দৃষ্টি শক্তি হারানোর পরও তিনি তার স্পৃহা বজায় রাখেন ও বেশকিছু দূর্লভ কর্ম সম্পাদন করেন তার দৃষ্টিহীন অবস্থায়। তিনি একাধানে দার্শনিক, ইতিহাসবিদ, বিজ্ঞান সমালোচক, রাষ্ট্রবিজ্ঞানী ও সাহিত্যবিদ ছিলেন। ☼ লুইস ভেন বেথোভেন: বধির হওয়ার আগে তিনি একজন মিউজিসিয়ান ছিলেন। বধির হওয়ার পরও তিনি তার কাজ চালিয়ে যান ও সেই সময়ও পুরস্কার জয়ী গান পরিচালনা করেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.