আমাদের কথা খুঁজে নিন

   

মন্ত্রী এমপিদের সম্পদের হিসাব দিতে হচ্ছে জুনে!!

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।

জুন থেকেই মন্ত্রী-এমপিদের সম্পদের হিসাব দিতে হবে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জানান, "সম্পদের হিসাব নেয়া শেষে হলে তা জনসমক্ষে তুলে ধরা হবে। " তবে দেখার বিষয় মন্ত্রী-এমপিরা কতখানি সততা প্রদর্শন করতে পারেন। আশার কথা, মন্ত্রিসভার কয়েকজন সদস্য সম্পদের হিসাব দিতে প্রস্তুত।

মন্ত্রীদের সম্পদ বিবরণীর নীতিমালার খসড়াটি এনবিআর তৈরি করলেও মন্ত্রী-এমপিদের সন্দেহজনক হিসাব বিবরণী যাচাই-বাছাই করতে পারবে কিনা তা নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। রুলস অব বিজনেস অনুযায়ী মন্ত্রীদের প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহি করার কথা । প্রধানমন্ত্রী গত ১১ জানুয়ারি সচিবালয়ে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠকে মন্ত্রিদের হিসাব দেয়ার বিষয়টি জানান। তখন প্রধানমন্ত্রী বলেছিলেন, "দাখিলকৃত সম্পদের বাইরে কোনো সম্পদ পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। " দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে মন্ত্রিসভা থেকে বাদ দেয়াসহ কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি সতর্ক করে দেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.