থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।
জুন থেকেই মন্ত্রী-এমপিদের সম্পদের হিসাব দিতে হবে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জানান, "সম্পদের হিসাব নেয়া শেষে হলে তা জনসমক্ষে তুলে ধরা হবে। " তবে দেখার বিষয় মন্ত্রী-এমপিরা কতখানি সততা প্রদর্শন করতে পারেন।
আশার কথা, মন্ত্রিসভার কয়েকজন সদস্য সম্পদের হিসাব দিতে প্রস্তুত।
মন্ত্রীদের সম্পদ বিবরণীর নীতিমালার খসড়াটি এনবিআর তৈরি করলেও মন্ত্রী-এমপিদের সন্দেহজনক হিসাব বিবরণী যাচাই-বাছাই করতে পারবে কিনা তা নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। রুলস অব বিজনেস অনুযায়ী মন্ত্রীদের প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহি করার কথা ।
প্রধানমন্ত্রী গত ১১ জানুয়ারি সচিবালয়ে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠকে মন্ত্রিদের হিসাব দেয়ার বিষয়টি জানান। তখন প্রধানমন্ত্রী বলেছিলেন, "দাখিলকৃত সম্পদের বাইরে কোনো সম্পদ পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। " দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে মন্ত্রিসভা থেকে বাদ দেয়াসহ কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি সতর্ক করে দেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।