আমাদের কথা খুঁজে নিন

   

গবেষকদের অবসরের বয়স ৬৭ বছর হচ্ছে

এ আইন পাস হলে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের আওতাধীন গবেষকদের অবসরের বয়স ৫৯ বছর থেকে বেড়ে ৬৭ বছর হবে।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদন পায়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিক বলেন, “গবেষকদের বিশেষায়িত জ্ঞান কাজে লগাতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।”
তিনি জানান, ১৯৭৮ সালে এক অধ্যাদেশের মধ্য দিয়ে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ গঠিত হয়েছিল। প্রতিষ্ঠানটিকে আরো গতিশীল করতে ওই অধ্যাদেশ সংশোধন করে একে একটি আইনি কাঠামো দেয়া হচ্ছে।
এতে আইনটি বাংলায় রূপান্তরের পাশাপাশি বেশ কিছু বিষয়ের নতুন সংজ্ঞাও সংযোজন করা হয়েছে।
সচিব জানান, এ আইন পাস হলে বিজ্ঞানী ও গবেষকদের কাজের সুযোগ বাড়বে। তারা বিষয়ভিত্তিক প্রকল্প নেয়ার সুযোগ পাবেন এবং তাদের কাজ নিয়ে বিজ্ঞান প্রদর্শনী আয়োজনের সুযোগ মিলবে।
এর আগে গত মে মাসে এ আইনের খসড়ায় নীতিগত অনুমোদনের সময় মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছিলেন, শিক্ষা, মৎস্য ও প্রাণী সম্পদ, শিল্প এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়কেও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে সম্পৃক্ত করা হবে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.