আলো অন্ধকারে যাই... আজকাল জীবনযাত্রার যান্ত্রিকীকরণের কারণে মানুষ আর ব্যাংকে যেতে চায় না। টাকার প্রয়োজন হলে এটিএম বুথে ছুটে যান। কিন্তু যারা এটিএম মেশিন বা ক্যাশ মেশিন থেকে টাকা তুলতে অভ্যস্ত তাদের জন্য দুঃসংবাদ দিয়েছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞগণ। গবেষকদের নতুন পরীক্ষায় দেখা গেছে ক্যাশ মেশিন বা এটিএম মেশিন পাবলিক টয়লেটের মত অস্বাস্থ্যকর।
কারণ এটিএম বুথের ক্যাশ মেশিনে পাবলিক টয়লেটের মত ক্ষতিকর ব্যাকটেরিয়া পাওয়া গেছে।
এসব ব্যাকটেরিয়া থেকে ডায়রিয়াসহ অন্যান্য রোগ সংক্রমিত হতে পারে। যুক্তরাজ্যের বিশেষজ্ঞগণ বিভিন্ন এটিএম মেশিনের কিপ্যাড ও পাবলিক টয়লেটের বসার সিটের ওপরের সংগৃহীত নমুনা পরীক্ষা করেন (সোয়াব টেস্ট)। এতে দেখা যায় এটিএম মেশিনের কিপ্যাড ও পাবলিক টয়লেটের সিটের নমুনায় স্যুডোমোনাস ও ব্যাসিলাস নামক ব্যাকটেরিয়ার অস্তিত্ব পাওয়া যায়।
এ প্রসঙ্গে গবেষক ও জীবাণুবিদ রিচার্ড হ্যাস্টিংস উল্লেখ করেছেন এটিএম বুথ ও পাবলিক টয়লেটের নমুনায় একই ধরনের এবং একই পরিমাণ জীবাণুর অস্তিত্ব পাওয়া যায়। তিনি আরো উল্লেখ করেন এসব ব্যাকটেরিয়া থেকেই মানুষের জীবাণুবাহিত সাধারণ রোগসমূহ সংক্রমিত হয়।
তিনি পাবলিক টেলিফোন ব্যবহারের ক্ষেত্রেও একই ধরনের ঝুঁকির কথা বলেন।
Cash machines 'as dirty as toilets
Cash machines 'as dirty as toilets'
সিঙ্গাপুর থেকে প্রকাশিত হেলথ ম্যাগাজিন মোজাইক-এ এই উদ্বেগজনক গবেষণা রিপোর্টটি প্রকাশিত হয়েছে। তবে ড. হ্যাস্টিংস এটিএম বুথ থেকে এ ধরনের জীবাণু সংক্রমণের ঝুঁকি কিভাবে রোধ করা যায় তা উল্লেখ করেননি। তবে তিনি রোগ সংক্রমণ রোধে হাইজিন বজায় রাখার পরামর্শ দিয়েছেন।
সূত্রঃ দি টেলিগ্রাফ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।