আমাদের কথা খুঁজে নিন

   

সমরেশ মজুমদারঃ আমার ভীষন প্রিয় একজন ঔপন্যাসিক

তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর/ এখনি, অন্ধ, বন্ধ কোরো না পাখা। ।
সে অনেকদিন আগের কথা, প্রথম পড়েছিলাম 'কেউ কেউ একা'। এরপর বেশ কয়েকটা উপন্যাস পড়লেও আমাকে প্রেমের সুতোয় বেঁধেছিল অনিমেশ। হ্যাঁ, কালবেলা'র অনিমেশ মিত্রের কথাই বলছি।

কালবেলা পড়তে পড়তে আমি ভাবতাম কেমন দেখতে হবে ডুয়ার্সের চা বাগান? আমার দেখা চা বাগানগুলোর রং মিশিয়ে আমি সে চিত্র কল্পনা করেছি। মাধবীলতা আমাকে ছুঁয়ে গিয়েছিল ভীষনভাবে। কালবেলা সমরেশের এক অমর সৃষ্টি। ঘটনার বাঁকে বাঁকে রোমাঞ্চ ও উত্তেজনা। আছে শান্ত স্নিগ্ধ প্রকৃতির মাঝে মানুষের বেঁচে থাকার অসাধারণ বর্ণনা।

কালবেলা শেষ করেই অস্থির হয়ে উঠেছিলাম কালপুরুষ পড়ার জন্যে। কালপুরুষও চমৎকার এক উপন্যাস। অর্কের পূর্বপুরুষের ভিঁটেয় বেড়াতে যাওয়ার বর্ণনা এক কথায় অসাধারণ। সমরেশের বিখ্যাত এই ট্রিলজি'র প্রথম পর্ব পড়েছিলাম সবার শেষে। এখানেই বেড়ে উঠেছে অনিমেষ।

তার শৈশব কৈশোরের ঘটনাগুলো ঔপনাস্যিক দারুণ মমতা দিয়ে ফুটিয়ে তুলেছেন। এখনো উপন্যাসত্রয়ী পড়তে ইচ্ছে করে। বারবার পড়লেও যেন আবেদন কমে না এতটুকুও। গর্ভধারিনী সমরেশের আরেক অসাধারণ সৃষ্টি। প্রথম অংশ প্রচন্ড থ্রিলিংয়ে ভরপুর।

শেষের দিকে প্রেম, প্রকৃতি ও বিরহ। জয়িতার পাহাড়ে স্থায়ী হওয়া অনেকের মত আমারও ভালো লাগেনি। যারা বইগুলো অনলাইনে পড়তে চান তারা এখানে ক্লিক করতে পারেন। সমরেশের আরো যে বইগুলো আমার ভালো লেগেছে। শেষের খুব কাছে এই আমি রেণু সিংহবাহিনী আট কুঠুরি নয় দরজা জনযাজক মেয়েরা যেমন হয় সমরেশের সব বইয়ের তালিকা পাবেনঃ এখানে
 


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.