ভয় লাগে না এমন মানুষ পাওয়া দুষ্কর। অনেক কিছু দেখেই ভয় লাগতে পারে। কিন্তু বিড়াল দেখে যখন পুরো নগরবাসী আতাংকিত হয়ে পড়ে তখন নিশ্চয়ই বিড়ালটি নিয়ে রোমাঞ্চ জমে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ডেট্টয়েট শহরের বাসিন্দারা তেমনই একটি বিড়ালে ভয়ে রীতিমত ভীত। নগরবাসীরা বলছেন এটা কোনো সাধারণ বিড়াল নয়।
ডেট্টয়েটের বাসিন্দা পল হ্যাটলি কয়েকদিন আগে এই আতংক ছড়ানো বিড়ালটিকে দেখেছে। বিড়ালটির উচ্চতা চার ফুট। অন্যান্য বিড়াল হয়তো এটার লেজের সমান হবে। এটির দৌড় দেয়ার ভঙ্গিও ভিন্নরকম।
কেউ কেউ বলছেন, হাজার বছর আগে আফ্রিকায় এ ধরনের বিড়াল দেখা দিত।
কিন্তু এখন এটা কোত্থেকে এলো সেটা ভেবে বিস্মিত হয় সবাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।