সকল মৌলিক লেখার সত্ত্ব লেখকের ।
অনুভব প্রতিবন্ধি
অ আ ক খ এর সাথে মনের মিত্রতা
শব্দ নিয়ে লুকোচুরি জনম স্বভাবে
বর্ণমালা অলংকারে রতন সাজানো
সে তো এক অবহেলার প্রতিদানে
মদিরার ঘোরে মগ্ন নেশাতুর ক্ষন
বেহুশির বাহুডোরে কাটে দিন রাত
পাগলের প্রলাপে কি থাকে গভীরতা
জাগতিক সমঝের বাঁধা ধরা জ্ঞানে
বোধনের সবকিছু লুটিয়ে ধুলোয়
মূর্খতার চাদরে ঢেকেছি সাধু মুখ
বিষের যাতনা বয় শিরায় শিরায়
কতো নিপুণতা ছিলো শিকারীর বাণে
ভাবনার পাখাগুলো পালকবিহীন
চিন্তনের ওড়াওড়ি কতোদূর আর
কল্পনার বনে বায়ু বয় সীমা মাঝে
পঙ্গু্ত্ত্ব ধরেছে মননের সবখানে
প্রকৃতি সে অকৃপণ ছিলো চিরকাল
সে তো মূর্খ করেনি আমাকে
অনুভুব-প্রতিবন্ধি হয়েছি যে আজ
এ তো কারো দেয়া বিষ পানে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।