জিয়া শাহীন, বগুড়া থেকে: বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের জন্মোৎসব পালনের তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল। গতকাল বগুড়া পর্যটন মোটেলে এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আলিম কর্মসূচির ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন টুকু, বগুড়া জেলা বিএনপি’র আহবায়ক এড. মাহবুবুর রহমান, জন্মোৎসব পালনের সমন্বয়কারী বগুড়া জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, জেলা বিএনপি নেতা রেজাউল করিম বাদশা, আলী আসগর হেনা, জেলা ছাত্রদলের সভাপতি খাদেমুল ইসলাম খাদেম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি প্রমুখ।
সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতি সালাহউদ্দিন টুকু বলেন, বাংলাদেশে সর্বস্তরের মানুষ অনুভব করছে এই মুহূর্তে দেশ পরিচালনার জন্য তারেক রহমানের প্রয়োজন। তিনি সুস্থ হলেই যত দ্রুত সম্ভব দেশে ফিরে আসবেন।
তিনি বলেন, সরকার তার দলের নেতাকর্মী এমনকি সাজাপ্রাপ্তদের মামলা থেকে অব্যাহতি দিলেও বিএনপি’র মামলা প্রত্যাহার তো দূরের কথা নতুন করে মামলা দেয়া হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে টুকু বলেন, চেকের মাধ্যমে শেখ হাসিনা টাকা নিয়েছে তার সুনির্দিষ্ট প্রমাণও রয়েছে। তবুও তার মামলা প্রত্যাহার করা হয়েছে। প্যারোলে মুক্তি নিয়ে এমপি-প্রধানমন্ত্রী হওয়ায় বিরল দৃষ্টান্ত তিনি। পৃথিবীতে এ ধরনের অন্য কোন ঘটনা হয়নি।
দুঃশাসন অপশক্তির বিরুদ্ধে জাতীয়তাবাদী শক্তিকে রুখে দাঁড়াতে হবে। এদিকে তারেক রহমানের জন্মোৎসবের সাজসজ্জায় ব্যস্ত বিএনপি ও অঙ্গসংগঠনের বগুড়ার নেতাকর্মীরা। আগামী ২০শে নভেম্বর ধুমধাম করে পালন হবে তার জন্মদিন। তারেক রহমান ২০০৪ সালে তরুণ নেতৃত্বকে আগামী দিনের জন্য তৈরি করতে যে মাঠ থেকে প্রথম রাজশাহী বিভাগীয় ছাত্রদলের সম্মেলন শুরু করেছিলেন সেই সুলতানগঞ্জ হাইস্কুল মাঠেই তার জন্মদিন পালনের স্থান নির্ধারণ করা হয়েছে। ৭ দিনব্যাপী জন্মদিন পালনের যাত্রা শুরু করা হয়েছিল ১৩ই নভেম্বর ঢাকায় রমনার বটমূলে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে।
বগুড়ায় সুলতানগঞ্জ হাইস্কুল মাঠে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াই জন্মোৎসব অনুষ্ঠানের মাধ্যমে ৪৫ পাউন্ড কেক কেটেই আনুষ্ঠানিকভাবে শেষ করবেন। জন্মদিনকে সামনে রেখেই চলছে প্রস্তুতি। ওই জন্মদিনের অনুষ্ঠানের মধ্যমণি থাকবেন বেগম খালেদা জিয়া নিজেই। তার সঙ্গে থাকবেন স্থায়ী কমিটি, নির্বাহী কমিটি, সাবেক ও বর্তমান বিএনপি’র এমপিরা। জন্মদিনের অনুষ্ঠান থেকে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী দিনের জন্য দলের নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
সূত্রমতে, তারেক রহমানের ৪৫তম জন্মোৎসব কেন্দ্রীয় ছাত্রদল পালন করলেও বগুড়ায় ওই অনুষ্ঠান সফল করার জন্য সমন্বয়কের ভূমিকা পালন করছেন জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ভিপি সাইফুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি খাদেমুল ইসলাম খাদেম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি। ইতিমধ্যেই বিএনপির মূল দল, ছাত্রদল, যুবদলসহ অঙ্গসংগঠন অনুষ্ঠান সফল করার জন্য প্রস্তুতি সভা সম্পন্ন করেছে।
সূত্রমতে, সারাদেশ থেকে নেতানেত্রীরা ছুটে আসবেন বগুড়ায়। এ কারণে আগাম হোটেল বুকিংও চলছে। তারেক রহমানের জন্মোৎসব উপলক্ষে বগুড়ার চান্দাইকোনা থেকে বনানী পর্যন্ত ৩৫০ বড় গেট, ৫শ’র বেশি তোরণ, জিয়াউর রহমান, খালেদা ও তারেক রহমানের ৩শ’র বেশি বড় ছবি, ৫ শতাধিক ব্যানার ও ফেস্টুন থাকবে।
ইতিমধ্যে সেগুলো লাগানোর কাজ চলছে। ব্যক্তি পর্যায়ে বেগম খালেদা জিয়াকেও বিভিন্ন ক্রেস্ট, উপহার সামগ্রী দেয়ার প্রস্তুতি নিয়েছে নেতা-কর্মীরা। কে কিভাবে নেত্রী ও কেন্দ্রীয় নেতাদের খুশি করতে পারে তা নিয়ে নেতাদের মাঝে ভাবনার শেষ নেই। বগুড়া জেলা বিএনপি’র দু’পক্ষের নীরব শোডাউনের প্রস্তুতিও চলছে। জন্মোৎসব পালনের মাঝে বগুড়ার কমিটি গঠনের বিষয়ে বেগম খালেদা জিয়াকে সন্তুষ্টির পলিসিও হাতে নিয়েছে দু’পক্ষই।
সূত্রমতে, তিন দিনের অনুষ্ঠানসূচিতে থাকছে ১৮ই নভেম্বর শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে রক্তদান ও বিনামূল্যে চিকিৎসা কর্মসূচি। তারেক রহমানের নিজস্ব উদ্যোগে নির্মিত বৃহৎ বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে কোরআন খতম ও মিলাদ, বগুড়া জিলা স্কুল মাঠে প্রীতি ফুটবল ম্যাচ। ১৯শে নভেম্বর এডওয়ার্ড পার্কে সাঁতার প্রতিযোগিতা, মেয়েদের ক্যারাম ও বালিশ খেলা ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ২০শে নভেম্বর কেক কাটা, দুস্থ পরিবারের মাঝে গরু-ছাগল বিতরণ, দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ, গরিব মেধাবী ছাত্রদের মাঝে বৃত্তি প্রদান, দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।