বাংলায় মানবাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে বাংলা ব্লগারদের সাথে মত বিনিয়ের উদ্দেশ্যে এই প্রোফাইলটি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্যোগে তৈরি করা হয়েছে। আপনার ভালো লাগা, খারাপ লাগা জানিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্যোগে সামিল হোন।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিশেষ পুলিশ বাহিনী কর্তৃক সংঘটিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত এক আলোকচিত্র প্রদর্শনীর উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য বাংলাদেশী কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছে।
এই সিদ্ধান্ত নিঃসন্দেহে নানামুখি বিজয়ের ইংগিত বহন করে। এই বিজয় বাংলাদেশের জনগনের অধিকারকে নিশ্চিত করে, শিল্পীবৃন্দ ও জনসংযোগ কর্মকান্ডে নিয়োজিত ব্যক্তিবর্গের ভাষা প্রকাশের অধিকারকে সংরক্ষণ করে, এবং জনগনের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার অধিকারকে নিশ্চিত করে - এগুলো নিঃসন্দেহে একেকটি বড় বিজয়। এই বিজয়ের সাথে আরো একটি বড় লক্ষনীয় বিষয় হলো, দেশের আইন ব্যবস্থা সরকারের কোনো ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে তাদের অবস্থান নিশ্চিত করতে পারে। এ বিষয়টি আইনের শাসন প্রতিষ্ঠায় সদা নিয়োজিত একজন বাক্তির জন্যে এক নতুন আশার সঞ্চার করেছে।
দেখুন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অভিনন্দনবার্তা ইংরেজিতে: Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।