www.facebook.com/tawasawbil ফেইসবুকে "অসামাজিক আমি"
সামুতে লিখা হয়না অনেকদিন হলো,
সামুতে টুকটাক আসা হলেও লিখা হয়ে উঠেনি...
তবে নেট সার্ফিং করতে গিয়া সেদিন সামুকে নিয়ে একটা ওয়ার্ডপ্রেসের ব্লগ চোখে পড়লো.। । ।
সেখানে সামু ব্লগের কয়েকজন ব্লগারকে নিয়ে অতি কুৎসিত ভাষার কিছু লেখা একটা দেখা যাচ্ছে । এমনকি সামুর লোগোকেও বিকৃত করা হয়েছে...
সামুকাল
কি ধরনের কুৎসিত ভাষা তা একটা টাইটেল দেখলেই বোঝা যায় - “মাগী থেকে ছাগী............”
লেখা দেখলেই প্রথমে আপনার মনে হবে এই লেখা লেখার মত হারামজাদা কে হতে পারে -
• আওয়ামী লীগের ছেলেরা
• জামাতের ছেলেরা
• বিএনপির ছেলেরা
• হেফাজত এর ছেলেরা
প্রথমেই ধরি হেফাজত সমর্থকেরা এটা লিখেছে ...............
অসম্ভব - কারন “মাগী থেকে ছাগী............” টাইটেলে যে লেখাটি লেখা হয়েছে তাতে অতি কুৎসিত ভাষায় আল্লামা সফির নাম যুক্ত করা হয়েছে ।
হেফাজতের একজন কর্মী কোন কিছুর বিনিময়ে আল্লামা সফির নামে এই রকম কিছু লিখবে না
মনে করি বিএনপির ছেলেরা এটা করেছে -
অসম্ভব - ওই পেইজে বিজ্ঞাপন নামে একটা বাটন আছে । ওই বাটনে প্রেস করলে যে পেইজ আসে তার প্রথম লাইনেই লেখা দেখবেন “ ম্যাডাম গুলাপীর কসম................। “ এই ম্যাডাম গুলাপী কাকে উদ্দেশ্য করে বাম-নাস্তিক-লীগের ছেলেরা কদর্য ভাষায় আক্রমনের সময় বলে এইটা বিএনপির ছেলেরা জানে । বিএনপির কোন ছেলে ম্যাডাম গুলাপী এই শব্দটাই ব্যবহার করবে না ।
বাকি থাকে লীগ ও জামাত ।
এই অংশটুকু ঠিকভাবে বুঝতে আপনাকে ওই সাইটের লেখাগুলা আরেকবার ভালোভাবে পড়তে হবে । লেখার মুনশিয়ানা খেয়াল করতে হবে ।
এবার বাঁশের কেল্লার দুই একটা লেখা পড়ুন ।
জামাত ধান্দাবাজ, কিন্তু এদের দৌড় এক জায়গার ছবি কিছুটা কাটছাট করে এডিট করে অন্য জায়গার ছবি বলে চালানো । যা তারা কয়দিন পরই ধরা খেয়ে যায় ।
এই ধরনের লেখা লেখার হাতই এদের নাই ।
বাকি থাকে আওয়ামী লীগ ............
এবার আপনারা আমার কিছু প্রশ্নের উত্তর দেন -
বেগম জিয়াকে “ম্যাডাম গুলাপী” বলতে কারা সবচেয়ে বেশি উৎসাহী ?
আল্লামা সফিকে তেতুল বা হেলিকপ্টার সফি বলে কারা অনলাইনে সবচেয়ে বেশি ম্যাতকার করেছে ?
মেয়েদের হিজাব পরা নিয়ে কাদের খুব বেশি জ্বলে ?
কারা হিজাব পরা মেয়ে দখলেই ছাগী টাইটেল খুব উৎসাহ নিয়ে দেয় ?
জী প্রশ্নটা আপনার কাছেই । উত্তরও আপনার জানা ।
তুই মানুষ না আওয়ামী লীগ - গালিটা শুধু শুধু তৈরি হয়নি ।
কার্টেসিঃ মামা
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।