আমাদের কথা খুঁজে নিন

   

সামুব্লগের আপগ্রেডেশন প্রসঙ্গে...........একটু বকবক

Let the wind blow out the candles

৯ মাস আগে সামুব্লগে নাম লেখানোর পর এতদিনে কোন পরিবর্তন চোখে পড়েনি। সামু'র মত একটি জনপ্রিয় ওয়েবসাইট কেন ব্যবহারকারীদের নতুন কোন ফিচার দিচ্ছেনা, এটা মাথায় ঢুকতো না। সেই সাথে ম্যান্দামার্কা ডিজাইন, উইন্ডোজ ৯৮ মার্কা ভাব কেমনযেন! বিশেষকরে যুগটা যখন কম্পিটিশনের, ওপেনসোর্সের, নিয়মিত আপডেটের। এযুগে ওয়েবজগৎ বা সফ্টওয়ার ইন্ডাস্ট্রী যাই বলেন, নিয়মিত আপডেট দিতে না পারলে একসময়ের বিশ্বস্ত ইউজারও মুখ ফিরিয়ে নেবে আপনার থেকে, কারণ এরমাঝেই সে খোজ পেয়েগেছে নতুন কোন সাইটের, যে কিনা আপনাকে দিচ্ছে ওয়ানস্টপ সার্ভিস, চোখধাধানো ইন্টারফেইস আর নিত্যনতুন আপডেট! সেখানে সামুব্লগের আপগ্রেডেশন কেন ঝিমিয়ে ঝিমিয়ে চলেছে এটার কারণ খুজতে গেলে খুব বেশি বুদ্ধিমান হতে হবে না - কম্পিটিশনে সামুর সাথে দৌড়ে আর কেউ নেই। সচলায়তনের গুরুগম্ভীর পরিবেশ সবার জন্য নয়, আমার মত রাফ ব্লগার ওখান থেকে দৌড়ে পালাবে।

কাউকে আহত করার জন্য বলছিনা, কিন্তু সচলায়তন আমার কাছে সাহিত্যপাতা, ব্লগসাইট নয় (কিংবা উচ্চমার্গীয় ব্যাক্তিবর্গের ব্লগসাইট)। আমি চাই বৃষ্টিতে জমেযাওয়া হাটুপানি ডিঙিয়ে অফিসে যাওয়া নিয়ে পোস্ট দিতে, বিকালে কিছু না লিখেই শুধু ইমো দিয়ে শিরোনামটা ভাসিয়ে দিতে বা সপ্তাখানেক আগে লেকের পাড়ে দেখা রগরগে কাহিনীটা নিয়ে, সচলায়তনে আমি যাব কেন? তাহলে বিকল্প? আমারব্লগ? মনেহয়না। আল্লাহর রহমতে ওদের সাইটে ক্লিক করে লোড হতে হতে আমি চা খেয়ে চলে আসতে পারি। এখন অবশ্য একটু ভাল হয়েছে মনেহয়, চা গরম করতে করতে পেইজ লোড হয়ে যাবে অথচ ওদের সাইটটা দেখুন! মাঝে কিছুদিন ওয়ার্ডপ্রেস দিয়ে বারোটা বাজানো ছাড়া ইন্টারফেইসটা খুবই সুন্দর, ফেইসবুকের মত অনেকটা। ফ্রেন্ডলিস্ট আছে, চ্যাট করা যায়, ওয়াল আছে, ডিজাইনটাও সুন্দর, সামুর মত আতেল-আতেল ভাব না।

ওদের সাইটের চেয়ে সামুর আউটলুক হতদরিদ্র একশগুণে যে কেউ বলে দেবে। সামুর দিকে তাকাই, কমেন্টের জবাবের ঘরটায় শুধু টেক্সটবক্সের জমানাতো দশ বছর আগে পেড়িয়েগেছে! আর কয়দিন পরপর এইবাগ সেইবাগ, (এখনো সামুর ক্লাসের নাম দিয়ে ইউজার রেজিস্ট্রেশন করা যায়!) বাঘ ভাল্লুক যেন সামুর পিছ ছাড়বেনা! আমারব্লগে যাওয়ার দরকার নেই, নিচের লিংকটা ঐ পাড়ায় পড়ে থাকা একাউন্টের স্ক্রীনশট... Click This Link আমারব্লগের ইউজার কম হওয়ার পেছনে একটা কারণ স্লো সার্ভার, আরেকটা পলিট্যিকাল। এরপরও সামু কেন নির্বিকার ছিল এতদিন, সামান্য আপডেটগুলো করতে কেন এতদিন সময় নিল তারা? কারণগুলো খুব সিম্পল - (১) কোন ওয়েবসাইট দাড়িয়ে যেতে যেটি সবচেয়ে দরকার সেটিই পেয়ে গেছে সামুব্লগ - ইউজার আর ভিজিটর, যারা সামুতে এমনভাবেই অভ্যস্ত হয়েগেছে এটি ছেড়ে যাবার প্রশ্নই উঠেনা। তৈরি হয়েছে গ্রুপিং আর কমিউনিটি, যেটা সামুর ব্যবহারকারীদের বেধে রেখেছে সাইটটির সাথে। আর দুইনাম্বার কারণ যেটা, এডমিনিস্ট্রেটর আর ডেভেলপারদের উদাসীনতা।

যেহেতু এটি বাণিজ্যিক সাইট নয় (যদিও ফ্রন্টপেইজের এড থেকে তাদের পুরো খরচই উঠেযাওয়ার কথা), তাই এর পেছনে সময় বা ডেভেলপারদের পয়সার বিনিময়ের শ্রম ইনভেস্ট করতে চায়না কর্তৃপক্ষ। সাইট যেহেতু দাড়িয়ে গেছে, চলুক না! ডেভেলপারদের অন্য কমার্শিয়াল প্রজেক্টে লাগিয়ে দেওয়া যাবে। অবশ্য একটা ব্যাপার, সামহোয়ারইন কোম্পানি সম্পর্কে আমার কোন ধারণা নেই, সবার কাছে যা শুনেছি এটা সফ্টওয়ার ফার্ম টাইপ কিছু একটা। আমি Negetive Man, তাই সবকিছুতেই সমস্যা খুজে বের করি। এই যেমন আজ সামু আপডেট করলো নিজেকে, সবার মাঝে খুশির জোয়াড় কিন্তু আমি খুতখুতে বুড়োদের মত ঝামেলা খুজে বেড়াচ্ছি।

সত্যি বলতে গিয়ে, কয়েকটা ব্যাপার আমার চোখে লাগছে সেগুলো এরকম- (১) কমেন্টে ইমো, ছবি এসবের জন্য ধন্যবাদ। কিন্তু ইমো, ছবি, লিংকু এসব দেবার ডায়ালোগ বক্স বারবার লোড করানোর দরকার কি? বাটনগুলো কিন্তু পোস্ট লোডের সাথে সাথেই লোড করে ফেলা যায়। পোস্ট পড়ে কমেন্টে যেয়ে ইমো দেবার জন্য যদি ক্লিক করে বসে থাকতে হয়, বিরক্তিকর নয়কি? আর পেইজ ওপেন হবার পর পাঠকরা পড়া শুরু করে, এসময় কোন কাজ হয়না। এই সময়টুকুতে ইমো,লিংক এসব হাবিজাবি লোড করে ফেলা যায়। আর কমেন্টবক্সের ওপরেই ছোটছোট করে সুন্দরমত এগুলো বসিয়ে দেওয়া যায়, পুরা স্ক্রীন আন্ধার করে ভেসে আসা ডায়ালোগবক্সটা বিরক্তিকর, অবশ্য অনেকের কাছে এটা ভালোও লাগতে পারে।

নিচের স্ক্রীনশটটা দেখুন, চটজলদি ইমো থেকে শুরু করে সবকিছুই লাগিয়ে দেওয়া যাবে কমেন্টে (২) নোটিশবোর্ডের পোস্টে যেমন অনেকেই বলেছেন, কমেন্টে ছবি ডেস্কটপ থেকেই আপলোডের ব্যবস্থা থাকা উচিত। (৩) কমেন্টের জন্য ছবি, ইমো এসবের ব্যবস্থা হয়েছে, কিন্তু কমেন্টের জবাবের জন্য? কমেন্টের জবাবে ছবি, ইমো দিতে লেখককে তো আবার দৌড়াতে হবে টেকি পোস্টের জন্য! (৪) কমেন্টের রিপ্লাইগুলো নেস্টিং করতে পারেন, তেমন একটা কঠিন ব্যাপার না। মানে যেকোন কমেন্টের জবাব দেওয়া যাবে। হালের প্রায় সব ব্লগ/ফোরাম সাইটেই এই ফিচারটি আছে। (৫) নোটিশবোর্ডের পোস্টে জেসন যেমনটা বলেছেন: পেইজটাকে মনিটরের সেন্টারে দেখনের ব্যবস্থা করন যায় না।

আমার ২২ ইঞ্চি মনিটরের বাম দিকে পইরা থাকে, সেন্টারে থাকলে ভাল্লাগতো। আমার ১৪ ইঞ্চি ট্যাপটপের মনিটরেও এটা বামদিকে পইড়া থাকে (#) প্রাইভেট মেসেজিং এর ব্যাপারটা অনেকের কাছেই দৃষ্টিকটু (বা সামুকে ফেচবুক বানাবার চক্রান্ত ) লেগেছে, তাই এ ব্যাপারটা মুছে দিলাম। ব্লগ সাইটে নন-ব্লগিং আইটেম বেশি থাকলে আসলেই ব্লগিং থেকে ফোকাস ডাইভার্ট হয়ে যেতে পারে! অনেক খোচাখোচি করলাম! সামুকে ভালোলাগে বলেই চাওয়াটা বেশি এর কাছে। অনেক সমস্যা থাকলেও একটা কথা স্বীকার না করে উপায় নেই যে অন্যান্য ব্লগসাইটের চেয়ে সামু এগিয়ে আছে সার্ভারের গতির দিক থেকে। কোন সাইটে ক্লিক করে পাচ মিনিট বসে থাকতে হলে কেউ দ্বিতীয়বার পা মাড়াবে না।

মাঝে মাঝে টুকটাক সমস্যা ছাড়া সামুর স্পীড ভালা পাই। তাছাড়া নতুন কমেন্ট-বক্সটা সুন্দর হইছে দেখতে, অস্বীকার করুম না

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।