পানি ও বিদ্যুতের অপচয় রোধে এগিয়ে আসুন!
কোয়ার্টার ফাইনাল এর ফার্স্ট লেগ হয়ে গেল---আমগো মত দর্শকরা অবশ্য ২ টা ম্যাচ নিয়াই বেশী ভাবিত ছিল, ম্যান ইউ আর বায়ার্ন মিউনিখ, আর বার্সিনাল আর আর্সেলোনা (থুক্কু আর্সেনাল আর বার্সেলোনা---নাম ২ টা এত কাছাকাছি!) হালকা পাতলা রিভিউ লেখার চেষ্টা করলাম, কাজের ফাঁকে
বায়ার্ন মিউনিখ বনাম ম্যান ইউনাইটেড
জনপ্রিয় ভবিষ্যতবাণী ছিল: ম্যান ইউ জিতবে, ১ বা ২ গোলের ফারাকে।
ফলাফল দাড়াইলো: ২-১, ম্যান ইউ এর হার।
রিভিউ: ম্যান ইউ আশাতীত খারাপ খেলছে। গত ১ মাস ধরে তাদের ফর্ম ভালো, কিন্তু এই ম্যাচ ভাল খেলেনাই একেবারেই। মিডফিল্ডে মোটেও সুবিধা করতে পারে নাই, বল খোয়াইছে বেশ কয়েকবার, পার্ক জি সুং তো বল পায়ইনাই তেমন, বাকিরাও এ্যাভারেজ।
চাচামিয়া গ্যারি নেভিলরে দেওয়া হইছে যৌবনবতী ফ্রান্ক রিবেরীরে সামলাইতে, সঙ্গতকারণেই চাচা মিয়া ফেইল। ১ টা গোল যদিও দূর্ভাগ্যবসশত, তারপরও, হারাটা খুব অন্যয্য হয় নাই।
বায়ার্ন ভালা খেলছে। মিডফিল্ড দাপাইছে, তাগো উৎসাহ-লাফালাফিও ম্যান-ইউ এর থিকা বেশী ছিল। খেলোয়াড়গুলার সাইজ তো মাশাল্লাহ! গ্যারি নেভিল, শোলস, পার্ক জি সুং, রুনী এগোরে তো রীতিমত বাইট্টা লাগল! আর কারো কি এইটা মনে হইছে?
সেকেন্ড লেগ ভবিষ্যতবাণী করি: ২-১।
পেনাল্টিতে যাইব, তারপর কে জিতব জানিনা। রুনি খুব সম্ভব অফ, কিন্তু খেলা সিংহের গুহায়, ২ দলেরই সেমিতে যাওয়ার চান্স ৫০ ৫০।
আর্সেনাল বনাম বার্সেলোনা:
জনপ্রিয় ভবিষ্যতবাণী ছিল: বার্সা জিতব ২-০ তে।
ফলাফল দাঁড়াইল: ২-২।
রিভিউ: হইল কি এইটা?? বার্সার কমপক্ষে ৬ খান গোল দেওনের চান্স আছিল।
প্রথমার্ধে বার্সার দখলে বল ছিল ৭২%!!!, যথারীতি পাসের খেলা আর বল হরালে বল দখলের মরিয়া চেষ্টা (বিপক্ষ দলের কারো পায়ে বল থাকলে, একসাথে ৩ খান বার্সা প্লেয়ার ঘিরা ধরে সবসময়, এইটা খেয়াল করছেন?), ফার্গুসনের ভাষায় "মাথা - ঘুরানি" পাসের খেলা। ইব্রা ভাই মারাত্মক স্ট্রাইকার, আরেকবার বুঝায়া দিলেন। মেসি, ডেনি আলভেস, জাভি যথারীতি চমৎকার খেলছেন।
আর্সেনালের প্লেয়াররা শিউর আইজকা বাথরুমে যাইয়া লুকায়া লুকায়া কান্দাকাটি করছে, খেলার পর। তারা নিজেদের বিউটিফুল দাবী করে, কিন্তু আসল সৌন্দর্য্য খেলা কেমনে খেলে, এইটা দেইখা আয়াতুল কুরসী পইড়া বুকে ফুঁ দেওয়ার দশা হইছে তাদের।
নেহায়েতই থিও ওয়ালকটের মারাত্মক গতির কারণে একটা গোল পাইছে, আর আরেকটাা গোল পেনাল্টি। গোলরক্ষক আলমুনিয়া নিশ্চিত গোল ঠেকাইছেন কমপক্ষে ৩ টা, ওর জন্যই আর্সেনাল একটু হইলেও আশার আলো পাইতেছে।
সেকেন্ড লেগ ভবিষ্যতবাণী: বার্সেলোনা ২-০। ঝড়ে বক বারবার মরেনা, তার উপর ফ্যাব্রিগাস বাদ (সাসপেনশন) আরেক তুরুপের তাস আরশাভিনও বাদ (ইনজুরি), গালাসও বাদ। আর খেলা হইতেছে বাঘের গুহার বেডরুমে।
নাহ, ৩-০ করেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।