মুজাহিদ কহিলেন -জামাতীরা পাকিস্তানের পক্ষে ছিল , যুদ্ধাপরাধ করেনি ।
মিথ্যাচার আর কাকে বলে !
কী করেছিলেন তারা , তা কারো অজানা নয়। রাজাকাররা ছিল পাকিদের
সাপ্লায়ার।
এসব কুখ্যাত আলবদরদের কর্মকান্ড লিপিবদ্ধ আছে
সে সময়ের পত্রপত্রিকায় , বিভিন্ন দেশী বিদেশী
মিডিয়ায়। তারপরও আলী আহসান মুজাহিদ বলেছেন , এটা
নাকি ''মীমাংসীত '' বিষয় ।
যুদ্ধাপরাধের বিষয়টি কখনও মীমাংসিত হয় না। নাৎসীদের বিচারের
ঘটনা এখনও প্রমাণ করছে , এই জঘন্যতম ঘটনাবলিকে মানব ইতিহাস
ক্ষমা করে না ।
মুজাহিদ রাজপথে আন্দোলনের হুমকিও দিয়েছেন।
বাংলার মানুষ আন্দোলন কী কম বোঝেন ?
তারা পালে হাওয়া পেয়েছেন , চারদলীয় জোটের পুনর্জন্মের আভাস পেয়ে।
যা বেগম খালেদা জিয়া দিয়েছেন , চট্টগ্রামের লালদিঘী ময়দানে।
পাকিস্তানের পক্ষে ছিলেন আর যুদ্ধাপরাধ করেন নাই - কথাটা খুব
স্ববিরোধী হয়ে গেলো না ?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।