আমাদের কথা খুঁজে নিন

   

চট্টগ্রাম থেকে শুরু হলো ক্ষমতাসীনদের অন্যায়, অত্যাচারের প্রতিবাদ : খালেদা

সুন্দর আগামীর প্রত্যাশায়......

বিএপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, চট্টগ্রাম থেকে শুরু হলো ক্ষমতাসীনদের অন্যায়, অত্যাচার ও দেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধেপ্রতিবাদ ও প্রতিরোধ কর্মসূচি। সোমবার বিকালে চট্টগ্রামের লালদীঘি ময়দানে অনুষ্ঠিত বিভাগীয় মহাসমাবেশে তিনি এ ঘোষণা দেন। খালেদা জিয়া বলেন, চট্টগ্রামের মানুষ সবসময় যেকোন ধরনের অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠেছে। এ সরকারের বিরুদ্ধেও এর ব্যতিক্রম হবে না। এ সময় লালদীঘিতে উপস্থিত লাখো জনতা সমস্বরে খালেদার বক্তব্যকে স্বাগত জানান।

এসময় তিনি অভিযোগ করেছেন বিগত তত্ত্বাবধায়ক সরকার তাকে ঘুমের ইনজেকশন দিয়ে বিদেশ পাঠাতে চেয়েছিলো। খালেদা জিয়া বলেন, “আমাকে ঘুমের ইনজেকশন দিয়ে বিদেশ পাঠাতে চেয়েছিলো তত্ত্বাবধায়ক সরকার। ” ‘ফখরুদ্দীন-মইনউদ্দিন’ লুটপাট করে দেশকে শেষ করে ফেলেছে মন্তব্য করে তিনি বলেন, “সাহস থাকলে ফখরুদ্দীন দেশে থাকতো। ” “এক নম্বর থেকে শুরু করে সবাই চোর”, সরকারকে ইঙ্গিত করে বলেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী খালেদা দাবি করেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ক্ষমতা ছাড়ার দিন চালের কেজি ১৬-১৮ টাকা ছিলো।

এ সমাবেশে তিনি তার দুই ছেলে তারেক রহমান এবং আরাফাত রহমান কোকোর জন্য দোয়া চান। বিএনপি ৬ টি বিভাগীয় শহরে যে সমাবেশ অনুষ্ঠানের কর্মসূচি নিয়েছে, এটি তার প্রথম। ২০০৮ সালে ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পর খালেদা জিয়ার এটি চট্টগ্রামে প্রথম সমাবেশ। ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে বিভিন্ন স্থানে রাস্তার দুই পাশ থেকে দলের নেতা-কর্মীরা খালেদা জিয়াকে করতালি দিয়ে স্বাগত জানায়। খালেদা জিয়াও হাত নেড়ে তাদের অভিনন্দন জানান।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.