আমাদের কথা খুঁজে নিন

   

গায়েবি আলখাল্লা!



সম্প্রতি জানা গেছে, জার্মানির গবেষকরা ত্রিমাত্রিক যে কোনো জিনিসকে বেমালুম গায়েব করে দিতে পারে এমনই এক ডিভাইস তৈরির পথে অনেকদূর এগিয়ে গেছেন। এই ডিভাইসটিকে বলা হচ্ছে ‘ইনভিজিবিলিটি কোক’ বা গায়েবি আলখাল্লা। খবর বিবিসি অনলাইনের। এ গবেষণার ফল প্রকাশিত হয়েছে সায়েন্স সাময়িকীতে। সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, ডিভাইসটি আলোর তরঙ্গদৈর্ঘ্য ব্যবহার করে মানুষের দৃষ্টি থেকে জিনিসকে স্রেফ উধাও করে দিতে সক্ষম।

অবশ্য এর আগেও এমনতরো গবেষণা হয়েছে; তবে সে ক্ষেত্রে কোনো জিনিসের দ্বিমাত্রিক তল বা একপাশই কেবল গায়েব করা সম্ভব হয়েছিলো। কিন্তু এবারই প্রথম তিনটি মাত্রাই গায়েব করা সম্ভব বলে গবেষকরা দাবি করেছেন। জার্মানির কার্লস্রুয়ে ইনস্টিটিউট অফ টেকনোলজির গবেষক তোলগা এরজিন-এর বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, এই ডিভাইসটি তৈরি করা হয়েছে একটি বস্তুর সঙ্গে ‘ট্রান্সফরম স্পেস’ ধারণার উপর ভিত্তি করে। আলোর প্রতিসরণের ধর্ম ব্যবহার করেই এই কাজটি করা সম্ভব। তোলগার বরাতে সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, এ জন্য তারা একটি ফোটোনিক মেটামেটিরিয়াল ডিজাইন করেন যা আলোকরশ্মির আচরণ বদলে দিতে পারে বলেই আপাতদৃষ্টিতে মনে হয়।

এই ডিজাইনটির নামই দেয়া হয়েছে ‘কার্পেট কোক’। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ‘কার্পেট কোক’ বলতে বোঝায় কার্পেট মিরর বা আয়নার আস্তরণের মতো একটি আবরণ। এর অপর পাশে কোনো বস্তু রাখলে আলোর গতিপথে তৈরি করা বক্রতার জন্যই বস্তুর অবস্থানটি দৃষ্টিতে পড়ে না। এতে মনে হয় সমতল কোনো আবরণই। জানা গেছে, মানুষের দৃশ্যমান ক্ষমতার আলোকতরঙ্গের প্রযুক্তি ব্যবহার করইে এই ‘গায়েবি আলখেল্লা’ তৈরি করেছেন গবেষকরা।

বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/মার্চ ২২/১০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।