আমাদের কথা খুঁজে নিন

   

আসুন কিছু ইসলামী বই ডাউনলোড করি এবং পড়ি

আস্সালামু আলাইকুম। এর আগে TT তে আমার বেশ কয়েকটি টিউন দেওয়ার কিছুক্ষনের মাঝেই টিউন টি রিমুভ করা হয়েছিল । জানিনা কি কারনে । হয়তো নিয়োম ভঙ্গ করে ফেলেছিলাম । তার জন্য দুঃখিত ।

আসা রাখব এই টিউনটি রিমুভ করা হবেনা । আশা রাখি সবাই অনেক ভাল আছেন । সারাদিন কম্পিউটার আর মোবাইলের দিকে চেয়ে থাকি । কত কিছুই না করি । এর মাঝে আল্প একটু সময় বেড় করে আসুন কিছু ইসলামি ইবই পড়ি ।

আজ আপনাদের আমি একটি ইসলামী বই এর সাইটের সন্ধান দিব । সাইট টি ব্রাউজিং এর সুবিধার জন্য খুবই সিম্পল ভাবে তৈরি করা হয়েছে। সেখানে অজস্র বাংলায় ইসলামী বই রয়েছে pdf ফরম্যাটে । তার আগে দেখেনিই বই গুলোর ক্যাটাগরি সমূহ। *. আল-কোরআন সম্পর্কিত বই *. বাংলা অনুবাদ *. তাফসীর *. আল-হাদীস *. সহীহ আল-বুখারী *. সহীহ মুসলিম *. আত্-তিরমিযী *. আবু দাউদ *. মুয়াত্তা *. সুনানু নাসাঈ *. ইবনে মাজাহ *. মুসনাদে আহমেদ *. রিয়াদুস সালেহীন *. ১০০০-এরও বেশী সুনান *. জীবনকথা *. সীরাত গ্রন্থ *. সাহাবা (রাঃ)-দের জীবনকথা *. ইসলামের ইতিহাস *. অন্যান্য বই *. ইসলামিক জ্ঞান *. আক্বীদাহ *. আল ওয়ালা ওয়াল বারা *. ইবাদত *. কবীরা গুনাহ *. সুন্নাহ ও বিদ‘আত *. প্রচলিত ভুল ধারণা *. ভুলে যাওয়া ফরয দায়িত্ব *. সাম্প্রতিক ঘটনা প্রবাহ *. বোনদের জন্য *. তাযকিয়াতুন নাফস সাইট টির Disclaimer: হচ্ছে বিভিন্ন প্রকাশনী এবং যেসব লেখকের বইপাঠকদের দুনিয়া এবং আখিরাতে কল্যাণ বয়ে আনবে বলে আমরা মনে করি তা আপনাদেরজন্য এখানে প্রকাশ করে থাকি।

সাথে সাথে সতর্ক করতে চাই যে, যেহেতু বইগুলো আমাদের নিজস্ব তত্বাবধানে রচিত বা সম্পাদিত নয় তাই যদি কোন কিতাবের কোন অংশে বিতর্কিত কিছু থেকেযায় তার জন্য আমরা দায়ী নই। পাঠকদের উচিত কল্যাণকর ও ভাল অংশকে গ্রহন করা এবং যা কিছু বিতর্কিত তা বর্জন করা। ধন্যবাদ সাইটির নাম I E B Z সাইট টি ভিজিট করতে এখানে ক্লিককরুন । সকলকে ধন্যবাদ ।


সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.