লাল সবুজের পতাকা পেয়েছি আজ ৩৯ বছর । আমার জন্মেরও ২ বছর আগে । স্বাধীনতার গল্প শুনেছি মায়ের মুখে আর বাবার কাছে। বাবার মুখে মুক্তিযুদ্ধের রণক্ষেত্রের কাহিনী শুনেছি আর শুনেছি অনেক ত্যাগ আর বীরগাথা। এত বছর পর স্বাধীনতা নিয়ে লিখতে গিয়ে আমার দেশ মাতৃকার বেদনার্ত মুখ চোখে ভেসে ওঠে।
দেশের অব্যক্ত বেদনার কথা তাই আজ আমি লিখতে বসেছি।
দেশপ্রেম শব্দটা অনেকের কাছেই আছে শুধু অভিধানে: দেশী পন্য বিদেশ গেলেও আমরা তার মূল্যায়ন করি না। অন্যের সংস্কৃতি অনুকরণ করতে গিয়ে আমাদের নিজের বলে আজ অনেক কিছুই নেই। নৈতিকতার অবক্ষয়ে আমরা আজ সত্য - মিথ্যা, নীতি - দূর্নীতির পার্থক্য ভূলে গেছি। পেশী শক্তি আর দূর্নীতিকে মাথা নত না করে ঘৃনা করার শক্তি অর্জন করতে হবে।
দূর্নীতির মূলে আঘাত করতে হলে সবার আগে দরকার আমাদের দৃষ্টিভঙ্গীর পরিবর্তন; যত আগে হবে সে পরিবর্তন ততই মঙ্গল।
অশিক্ষা আমাদের জাতীয় সমস্যা। শিক্ষার কোনো বিকল্প নাই; শিক্ষার বিস্তারে সরকার আর জনগনকে একসাথে কাজ করতে হবে। অনেক এনজিও একাজে এগিয়ে এসেছে; আরও সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যেতে হবে। রাষ্ট্রযন্ত্রকে আরও সক্রিয় করতে সরকারকেই এগিয়ে আসতে হবে।
প্রাকৃতিক দুর্যোগ আমাদের নিত্য সঙ্গী। সাথে আছে মঙ্গা, খরা। এ থেকে উত্তরণের জন্যে দরকার দীর্ঘ মেয়াদী পরিকল্পনা। সবুজ বিপ্লবের সাথে আমাদের আপামর জনতাকে একাত্ন করতে হবে। যুব সমাজের শক্তিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করাটা খুবই জরুরী।
কৃষিকাজে শিক্ষিত বেকারদেরকে উৎসাহিত করতে কার্যকরী পদক্ষেপ নেয়াটা সময়ের দাবী। ফসলি জমির বিকল্প ব্যবহার রোধ না করতে পারলে এত বিপুল জনগোস্ঠীর খাদ্যের যোগান অসম্ভব হয়ে পরবে। সবুজ বিপ্লবের সাথে সবাই এগিয়ে এলে পরিবেশ বিপর্যয়ের হাত থেকেও দেশকে বাচাঁনো সম্ভব।
বেকার সমস্যা আমাদের উন্নয়নের পথে বড় বাধা। কিন্তু জনশক্তি যদি দক্ষ হয় তা আমাদের বড় সম্পদে পরিনত হতে পারে।
আমরা সাধারনত অদক্ষ জনশক্তি রপ্তানী করি; এ অদক্ষ জনশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিনত করার জন্যে প্রয়োজন প্রশিক্ষণ আর ভালো প্রশিক্ষণকেন্দ্র। চাকুরীমখীতার চেয়ে স্বনিয়োজিত হবার জন্যে সবাইকে উৎসাহিত করা দরকার। বিনিয়োগে উৎসাহিত করার পাশাপাশি গ্যাস, বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়নে কার্যকরী ব্যবস্হা নিতে হবে। যোগাযোগ ব্যবস্হার উন্নতি ছাড়া বিনিয়োগে গতি আসবে না।
দারিদ্র্য আমাদের আরেকটি জাতীয় সমস্যা।
সর্বনিম্ন আয়ের জনগোস্ঠীকে চিহ্নিত করে তাদের জন্যে আলাদা প্রকল্প বাস্তবায়নে উচ্চবিত্তদেরকে সম্পৃক্ত করতে কার্যকরী ব্যবস্থা নিতে হবে। সামাজিক দায়বদ্ধতাকে উৎসাহিত করলে সকলে উপকৃত হবে। উচ্চবিত্তদের তালিকা করে সঠিক কর আদায় নিশ্চিত করতে হবে।
যারা দেশ সেবার গুরুভার পেয়েছেন তারা যদি ব্যক্তি আর দলের উর্দ্ধে থেকে কাজ করেন আর আমরা সবাই যদি সচেতন হয়ে দেশের জন্যে
বিন্দু পরিমান কাজও করি; দেশ একদিন উন্নত দেশের সারিতে নাম লিখবেই। সেদিন স্বাধীনতার সব ত্যাগ সার্থক হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।