বন্দীর শিকারোক্তি
আকরাম চৌধুরী
দিন যায় দিন আসে
বদলে যায় মানুষ, পৃথিবী
সত্য মিথ্যা হয়,মিথ্যা হয় সত্য
ফুল ঝরে যায়, আঙুল হয় কলাগাছ।
বদলে যায় জীবন, সংসার,
স্বপ্ন, সাধনা, প্রেম
প্রেমগুলো টুকরো টুকরো হয়
কাঁদে হাসে আবার বিদ্রোহ করে।
কলুষিত সময় দহন করে হৃদয়
মতিভ্রম হয়ে যায়, বিছিন্ন হয় প্রেমিক
ধরে রাখার সাধ্য নেই
সময় সব কেড়ে নেয়েছে।
মনে বিশ্বাস নেই সত্য বলার
বিশ্বাস সে হারিয়ে ফেলেছে
শহীদ মিনার আঁচড় খায়
মনের মিনারে রক্ত ঝরে।
মৃত আগ্নেয়গিরি জীবিত হবে
গর্জে উঠবে ফেনিল সমুদ্র
পাথর ফেটে চুরমার হবে
আমার ভালবাসার জয় হবেই হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।