"কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরিয়া গেছে.। "
পাবলিক পরিক্ষায় কৃষি শিক্ষার প্র্যাকটিকেলে মৌখিক পরিক্ষা চলছে..
শিক্ষক : একটা মাজরা পোকার নাম বলতো।
ছাত্র : খেরেষ্টাং
শিক্ষক : কি?
ছাত্র : জ্বী স্যার এটা নতুন আবিস্কার করা হয়েছে। জনকন্ঠের শিক্ষা সাগর পাতায় ছাপা হয়েছে।
ছাত্রের এমন উত্তরে হলসুদ্ধ পরিক্ষার্থী ও শিক্ষক সবার আক্কেল গুডুম হয়েছিল সেদিন।
এ্ই ছাত্রটি হচ্ছে আমার গুনধর খালাতো ভাই। চট্টগ্রামের এক বিখ্যাত চৌধুরী পরিবারের সন্তান। চৌধুরী পরিবার হলেও তেমন স্বচ্ছল ছিলনা তাদের পরিবার। আমার মরহুম খালুজান ভবিষ্যৎ বংশধরদের জন্য একখন্ড ভিটেমাটি ছাড়া কিছুই রেখে যান নাই। ছাত্র হিসেবে ভাইজান আমার হটেনটট হলেও এক্সট্রা কারিকুলামে তিনি প্রচন্ড চাল্লু সেটা তার উপরের প্রশ্নের উত্তরে বুঝা যায়।
আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলে এলেমের চাইতে হেলেমের জোর বেশী।
যাই হোক আমার এই খালাতো ভাই হুবহু বইয়ের পাতা লিখে দিয়ে এক এক করে এস.এস.সি- এইচ.এস.সি এবং ব্যাচেলর অব আর্টস সবগুলো পরিক্ষায় কৃতিত্বের সাথে (!!) উত্তীর্ন হলেন । যদিও এই ব্যাচেলর অব আর্টস কথাটা ইংরেজী অক্ষরে লিখতে হলে আজো তাকে কালী প্রসন্ন ঘোষের সেই বিখ্যাত বাণী "একবার না পারিলে দেখ শতবার" জপিতে জপিতে বারংবার বই দেখিতে হয়। আগেই বলেছি উনি ব্ই না দেখে লিখতে অভ্যস্ত নয়।
অতঃপর ভাইজান তার সেই বিখ্যাত হেলেমের জোর খাটাইয়া দামী একখান সরকারী চাকরি বাগিয়ে নিলেন।
এবার তাকে আর পায় কে?উনার ভয়ে এখন ফেন্সি খাওয়া বখাটের দল লুঙ্গি খুলে পালায়। উনার এখন জমি জিরাত আর গুনগ্রাহীর অভাব নাই। শহরে ইটের বাড়ি করেছেন অনেক আগেই। ইচ্ছে করলে গাড়িও নাকি কিনতে পারেন। কিন্তু কিসের ভয়ে যেন কিনছেন না...
বিদেশের মাটিতে কামলা দিয়ে মাসে বঙ্গদেশীয় রাষ্ট্রপতির চাইতে বেশী কামাই করেও ৫ ভরি সোনা দিয়ে ঘরে বউ তুলিবার দুঃসাহস এই নালায়েক বান্দার কোনদিন হবেনা ।
কিন্তু আমার খালাতো ভাই সেটা পেরেছে। এই তো সেদিন এ্ই দূর্মুল্যের বাজারে ১৫ ভরি সোনা দিয়ে মুড়িয়ে সুন্দরী একখান বউ ঘরে তুললেন। কন্যার পিতা এমন করিৎকর্মা ছেলের হাতে মেয়েকে তুলে দিতে পেরে তৃপ্তির ঢেঁকুর তুললেন বারংবার...
পাঠক নিশ্চয় বুঝতে পেরেছেন আমার খালাতো ভাই কি চাকরি করে । যারা বুঝতে পারেন নাই তাদের জন্য বলি...
আমার ভাই রত্ন বাংলাদেশ পুলিশের একজন তরুন এসআই। তার তারুন্যের রক্তে খালি ২ নাম্বারি ঘুনপোকারা কিলবিল করে।
আমি আমার খালাতো ভাই কে নিয়ে ঘর্ববোধ(!!) করি।
পাঠক আপনি...
(বাস্তব ঘটনা)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।