সবাইকে দ্রব্যমূল্যের উষ্ণ শুভেচ্ছা মানবজমিন ডেস্ক: গাড়িতে অস্ত্র, বিস্ফোরক, মদ ও ১ কোটি ১০ লাখ রুপি পাওয়ার পর ভারতের নাগাল্যান্ড রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ইমকং এল ইমকেনকে আটক করা হয়েছে। পিটিআই’র খবরে বলা হয়, নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার সময় তার গাড়ি চেক করে এসব অবৈধ জিনিস পাওয়া গেলে তাকে আটক করে আসাম রাইফেলসের কর্মকর্তারা।
হায় হায় এখানেও 'রাইফলেস'। অর্থাৎ বাংলাদেশে সাবেক বাংলাদেশ রাইফেলস বর্তমানে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) ধরছিল সুরঞ্জিত দাদার এপিএস ফারুক আর রেলওয়ের তিন পাতি মাস্তানকে। আর সেখানেও রাইফেলস।
সেখানেও নিশ্চয়ই গাড়ি চালক নিখোঁজ হয়েগেছেন। আর যদি এখনো নিখোঁজ না হয়ে থাকেন তাহলে বাংলাদেশ থেকে শিক্ষা নিয়ে তাকে অজ্ঞাত স্থানে নেয়া হোক। ধরাপড়লে আবার সাক্ষী দিতে অইবো। কিন্তু আমাগো দুদক চেয়ারম্যান কইছিল পিয়ন চাপরাশির বক্তব্য গ্রহণযোগ্য নয়।
তাছাড়া ভারতের ওই রাজ্য সরকারের কাছে দাবী জানাচ্ছি মন্ত্রীকে ধরার অপরাধে আসাম রাইফেলসের নাম বদলে দেয়া হোক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।