আমাদের কথা খুঁজে নিন

   

রাজাকারে রাজাকারে খালাতো ভাই

ভালোবাসি ফুল, চাঁদ, শিশু আর বাংলাদেশ। রাজাকার-মৌলবাদীরা ১০০ হাত দূরে থাকুন।

সংলাপে যুদ্ধাপরাধীদের বিচার চাইল ইশা আন্দোলন ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)Ñ যুদ্ধাপরাধীদের সঠিকভাবে চিহ্নিত করে বিচারের দাবি জানিয়েছে ইসলামী শাসনতন্ত্র (ইশা) আন্দোলন। বৃস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সরকারের সঙ্গে সংলাপে দলটির নেতারা এ দাবি জানান। এছাড়া, জরুরি অবস্থা শিথিল, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন, আসনভিত্তিক দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের তালিকা প্রকাশসহ ১৮ দফা প্রস্তাবও দিয়েছেন তারা।

সংলাপে লিখিত বক্তব্যে যুদ্ধাপরাধীদের প্রসঙ্গে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতারা বলেন, 'যুদ্ধাপরাধীদের সঠিকভাবে চিহ্নিত করে বিচারের ব্যবস্থা করতে হবে। তবে চিহ্নিত করার সময় কোনো নিরীহ লোক যেন ফেঁসে না যায় সেদিকে নজর দিতে হবে। এতোদিন যারা যুদ্ধাপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন, লালন-পালন করেছেন এবং বিভিন্ন সময়ে রাজনৈতিক সখ্য গড়ে তুলেছেন তাদেরও বিচার হওয়া উচিত বলে আমরা মনে করি। ' দুপুর সাড়ে ১২টার দিকে সংলাপ শেষে ইসলামী শাসনতন্ত্রের যুগ্ম মহাসচিব অধ্যাপক এ টি এম হেদায়েত উদ্দিন সাংবাদিকদের বলেন, "অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে জরুরি অবস্থা শিথিল করার জন্যও আমরা সরকারকে বলেছি। " তিনি বলেন, "সংলাপের প্রতি জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন থাকা উচিত বলে আমরা মনে করি।

কিন্তু এটা কিছুটা স্তিমিত হয়ে এসেছে। এ ব্যাপারে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছি। " নির্বাচনকে সামনে রেখে দুর্নীতিবাজ ও সন্ত্রাসীর সক্রিয় হয়ে হতে পারে আশঙ্কা করে হেদায়েত উদ্দিন বলেন, "তিনশ আসনে তাদের তালিকা প্রকাশ করতে আমরা সরকারকে বলেছি। দেশের ওপর বৈদেশিক হস্তক্ষেপ বন্ধ করার ওপরও আমরা জোর দিয়েছি। সরকারকে অনুরোধ করেছি সব রাজনৈতিক দলের সঙ্গেই যেন সংলাপ হয়।

" সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া সংলাপে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমেদ এর নেতৃত্বে সরকারের পক্ষে ছিলেন যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের, আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফ, স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল, শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল¬ুর রহমান ও পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী। অন্যদিকে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতৃত্বে দলটির আমির মুফতি সৈয়দ রেজাউল করিম নেতৃত্বে উপস্থিত ছিলেন, মহাসচিব নুরূল হুদা ফয়েজী, সভাপতিমণ্ডলির সভাপতি মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল¬াহ মাদানী, আবু জাফর আহমেদ উল¬াহ, যুগ্ম মহাসচিব অধ্যাপক এ টি এম হেদায়েত উদ্দিন, মুফতি সাইফ উদ্দিন ইয়াহইয়া ও কেন্দ্রীয় নেতা অধ্যাপক আশরাফ আলী আকন্দ। এ টি এম হেদায়েত উদ্দিন বলেন, "আমরা বায়তুল মোকাররম মসজিদের খতিবের জন্য পদাধিকার বলে জাতীয় সংসদে একটি আসন সংরক্ষণ এবং জাতীয় নির্বাচনে প্রার্থীকে ব্যক্তিভিত্তিক ভোট না দিয়ে দলভিত্তিক ভোট দেওয়ার প্রস্তাব করেছি। " এছাড়া, ইসলামের মনগড়া ব্যাখ্যা রোধে বিচার ব্যবস্থায় আলাদা শরিয়াহ বেঞ্চ গঠনেরও প্রস্তাব করে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। তাদের অন্য দাবির মধ্যে আছে লেজুড়ভিত্তিক দলীয় অঙ্গ সংগঠন বন্ধ, কুরআন সুন্নাহবিরোধী আইন বাতিল, এবং এনজিও 'অপতৎপরতা' বন্ধ করা।

সংলাপ শেষে শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, "ইসলামী শাসনতন্ত্র আন্দোলন অর্থবহ নির্বাচন করার জন্য রাজনীতির গুণগত পরিবর্তনের ওপর জোর দিয়েছে। আমরাও তাদের সঙ্গে একমত। এলাকাভিত্তিক সন্ত্রাসীদের তালিকা প্রকাশের বিষয়ে তারা যে প্রস্তাব দিয়েছে সেটিকেও ভালো মনে করছি আমরা। " নির্বাচন পদ্ধতি সংস্কারের প্রস্তাব সম্পর্কে তিনি বলেন, "এ ব্যাপারে একটি দীর্ঘস্থায়ী পরিকল্পনা নেওয়া যেতে পারে। " উপদেষ্টা বলেন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ধর্মীয় দৃষ্টিতে নৈতিক শক্তি ও মূল্যবোধে বিকাশের কথা বলেছে।

এ বিষয়টি সরকারসহ সবারই নজরে আনা প্রয়োজন। পরবর্তী সংলাপ ২ জুন থেকে শুরু হয়ে ৪ জুন পর্যন্ত চলবে বলে জানান তিনি। তিনি বলেন, "রাজনৈতিক দলের পাশাপাশি নাগরিক সমাজের সঙ্গে সমান্তরাল বৈঠকের অংশ হিসেবে ৩ জুন ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা হবে। আগে ওই আলোচনা ৫ জুন হওয়ার কথা ছিল। " এ সংলাপে প্রতি জেলা থেকে ব্যবসায়ী প্রতিনিধি অংশ নেবেন জানিয়ে তিনি বলেন, "এফবিসিসিআই বিষয়টি সমন্বয় করছে।

" গত ২২ মে ওয়ার্কার্স পার্টির সঙ্গে আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আনুষ্ঠানিক সংলাপ শুরু হয়। এ পর্যন্ত বিকল্পধারা বাংলাদেশ, জাসদ (ইনু), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে সংলাপ শেষ হয়েছে। সরকারের পাঁচ উপদেষ্টা গত ৭ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত বিভিন্ন দলের সঙ্গে প্রাক-সংলাপে বসেন। ২২ দিনে তারা বিএনপির দুই অংশ ও আওয়ামী লীগসহ ২৪টি রাজনৈতিক দল এবং তিনটি সংগঠনের সঙ্গে বৈঠক করেন। রাজধানীর রেলভবনে প্রথম বৈঠকটি হয় আওয়ামী লীগের সঙ্গে।

২৮ এপ্রিল বিএনপির দেলোয়ারপন্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রাক-সংলাপ শেষ হয়। এ মাসের প্রথম সপ্তাহে উপদেষ্টারা সুপারিশ আকারে প্রাক-সংলাপের প্রতিবেদন উপদেষ্টা পরিষদকে দেন। ১২ মে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমেদ সংলাপ শুরুর তারিখ ঘোষণা করেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।