আমাদের কথা খুঁজে নিন

   

পিএসটিএন কোম্পানিগুলোকে আবার বন্ধ করা কতটা যুক্তসংগত???



অবৈধ ভিওআইপির ব্যবহারের অভিযোগে পিএসটিএন কোম্পানিগুলোকে আবার বন্ধ করে গ্রাহকদের পুনরায় হয়রানি করাটা কতটা জনগনের সেবা করার মানষিকতা প্রকাশ পায় নাকি নিজেদের স্বার্থ উদ্ধারের উদ্দেশে ব্যবহার করা এমন গর্হিত সিদ্ধান্তে তা পরিষ্কার হয়। মোবাইল আর ফোন কোম্পানির মধ্যে দ্বিমুখী নীতি গ্রহন করাটা তারই পরিচায়ক। ভিওআইপির অভিযোগ মোবাইল কোম্পানির বিরুদ্ধে যথেষ্ঠ থাকা সত্বেও বিটিআরসির নিরবতা নিজেদের দৈন্যতাই ফুটে উঠে। বিদেশীদের টাকা খাওয়াতে তাদের কত প্রচেস্টা কেননা নিজেরাও হয়তো পর্যাপ্ত অংশ থেকে বঞ্চিত হয়না। আর দেশীয় ফোন কোম্পানিগুলো তাদের পকেট পুরাতে ব্যর্থ হওয়ায় তাদের সুইচ রুম নির্দ্বিধায় গ্রাহকদের কথা না ভেবে বন্ধ করতে বাধে না। নাকি আগত এয়ারটেল আর অচল সরকারি বিটিসিএল পথ পরিষ্কার করতেই জনগনকে এ ভোগান্তিতে ফেলা ? ভিওআইপি বৈধ না করে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যাশী সরকারের একি নমুনা? নাকি কিছু কর্মকর্তা নিজেদের স্বার্থে এনালগ বাংলাদেশ গড়ায় প্রত্যয়ী আমরা তা জানতে চাই। ক্ষমতা তাদের দেয়া হয়েছে অপব্যবহার করার জন্যে নয়। নিজেদের স্বার্থে নিজেকে না বিলিয়ে জন গনের প্রয়োজনীয়তা দেখুন তাতে শুধু আপনাদের নয় জনগনেরও কল্যান হয়।এসব মন্তব্য শোনার সময় হয়তো তাদের নেই কেননা তারা অতি নির্লজ্জ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।